আমি মনে করি, কোন দলই নির্বাচনে অংশ গ্রহণ না করায় ভালো।
Thanks for right decision
Thanks for right degison
যেদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেয়া হলে সেদিন থেকেই তো সব ধরনের নির্বাচন বর্জন করা উচিত। কিন্তু বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে টাকা সব নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ সরকারকে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য। এখন আওয়ামী লীগের নির্বাচনের দরকার নাই বা বিরোধী দলের দরকার নাই তাই বিএনপিকে রাস্তায় ফেলে চলে গেছে। এই জন্যই বিএনপি বলছে যে আর নির্বাচনে যাবে না।
তওবা করুন
গাধা জল খায় ঘোলা করে ! বালকে সম্পূ্র্ন বৈধ্যতা দিয়ে এখন তোমরা নির্বাচনে না গেলেও চলবে । বেকুবের দল ! ২০১৪ সালে নির্বাচন বয়কটের খেসারত জাতীকে কয়ক’শ বছর দিতে হবে । নেতা যাদের অর্বাচীন তাদের কিইবা করার থাকে ?
এ বেটা রাজনীতিই জানে না ______এরে করছে মহাসচিব! উদ্ভট সিদ্ধান্ত, যেখানে দলীয় পরিচয়ে এবং দলের মার্কা নিয়ে উপজেলা,পৌরসভা'র নির্বাচন করলো এবং চরমভাবে মার খেল ------- সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনে ওনাদের আপত্তি!! আজব সিদ্ধান্তঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পুর্ন স্হানীয়, দল-বা দলীয় মার্কা নেই সেই নির্বাচন কি করে বয়কট করে? দলের এটি সর্বশেষ তৃনমুল স্তর -এখানকার ভোট-ভোটার সবাই কোন না কোন পারিবারিক,সমাজিক, বন্ধনে আবদ্ধ -সেই মতে ওয়ার্ড, ইউনিয়ন প্রতিনিধি তারা ভোটের মাধ্যমে নির্ধারণ করে -----এটি বয়কট করলে বিএনপির কি আর তৃনমূল থাকবে ঃঃ পৌরসভা আর উপজেলায় দল ও দলের মার্কা নিয়ে ব্যাবসা ও নাম ভাংগায়ে খেলেন ---আর তৃনমূলে এসে বংশ পরিচয় রক্ষা করার চিন্তায় নির্বাচন বয়কট করার ঘোষনা দিলেন --------ধীক্ তোর রাজনীতির যতসব কুলাংগারগুলো একখানে হয়েছে ------------
নির্বাচনে অংশগ্রহণ না করলে ইউনিয়ন নির্বাচন থেমে থাকবে না তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংগঠনিক ভাবে দুর্বল হবে ইউনিয়ন পর্যায়ে সংগঠন গোছানোর সুযোগ হারাবে
Its tooo late decision. Thanks
Right decision not to participate in farcical election
সঠিক সিদ্ধান্ত। কোন অবস্থাতেই স্থানীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা ঠিক হবেনা। বিএনপির কেউ কেউ নির্বাচনে অংশ নিলেও সেটা তাদের ব্যাক্তিগত মতের উপর ছেড়ে দিলেই ভালো হবে।
এতক্ষণে বিএনপি কহিল বিষাদে...!
একটা ভালো সিদ্বান্ত। এই সিদ্বান্তে যেন অটল থাকে। তবে মনে হয় সরকার বসে থাকবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারাও দলীয় প্রতিক না দিয়ে নির্দলীয় করার ব্যবস্হা করবে।
শুভ বুদ্ধির উদয় হোক।
এতো দিন পড়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, অনেক দেরি হয়ে গেছে, সব সময় বিএনপি বলে আওয়ামীলীগ অবৈধ সরকার, তাহলে ওদের অধীনে নির্বাচন অংশগ্রহন করে বৈধতা দিতে যায় কোন দুঃখে ? এইভাবে বাঁচার চাইতে লড়াই করে ১ দিন বাঁচা অনেক ভালো। নেত্রীকে জেলখানায় রেখে ভোটে যাবে না যে দল সে দল দলের চেয়ারপার্সন কে জেলখানায় বন্ধী রেখে নির্বাচন করে কি করে?
মাননীয় মহাসচিব গজামিল বাদ দেন আন্দোলনের ডাক দিন নইলে কর্মীরা জুলুম-অত্যাচারের শেষ হয়ে যাবে এসির ভেতর থেকে বের হন
This is good idea.if people could not vote their favourite person why you are go for elections..
এতো দিন পড়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ধন্যবাদ জনাব তারেক রহমান সাহেব।
অনেক দিন পর একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আপনাকে ধন্যবাদ। 55 পৌরসবা নির্বাচনে বিএনপি 1 টি জয় এত লজ্জার পরও আমরা কেন নির্বাচন করতে যাবো।
Right decision not to participate in farcical election
উমর ফারুক জুয়েল
১ মার্চ ২০২১, সোমবার, ৫:৫৬ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত কারন এতে করে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং লাভবান হবে ক্ষমতাসীন দল। স্থানীয় সরকার নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক তেমন ভূমিকা পালন করতে পারে না সেখানে প্রার্থীদের ব্যক্তি ইমেজই যথেষ্ট। এই সময়ে এমপির উচিৎ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না রেখে তৃণমূল নেতা-কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান করা। বিএনপি'র অনেক ভুল সিদ্ধান্তের কারণে আজকে গোটা জাতিকে কষ্ট পোহাতে হচ্ছে।