বিনোদন

শুরুতেই শেষ!

বিনোদন ডেস্ক

২০২১-০৩-০১

ক্যারিয়ার শুরু না হতেই যেন শেষ হয়ে যাচ্ছে রিয়া চক্রবর্তীর। সম্প্রতি তার অভিনীত ‘চেহরে’ ছবির পোস্টারে রিয়ার দেখাই মেলেনি। ছবির পরিচালক ও প্রযোজক মনে করছেন রিয়ার ছবি ব্যবহার করলে সুশান্ত ভক্তদের সমালোচনার মুখে পড়তে হবে। এ কারণেই রিয়ার ছবি রাখা হয়নি। শুধু তাই নয়, রিয়ার দৃশ্যগুলোও নাকি কমিয়ে দেয়া হয়েছে ছবি থেকে। এদিকে এরইমধ্যে এ ছবিটি বর্জনের ডাক দিয়েছেন সুশান্ত ভক্তরা। তারা এখনো মনে করেন, সুশান্তের মৃত্যুর জন্য রিয়াই দায়ী। তবে রিয়া চাচ্ছিলেন সব নতুন করে শুরু করতে। আবার কাজে ব্যস্ত হতে। কিন্তু কোনোভাবেই পেরে উঠছেন না তিনি। এমনকি সম্ভাবনা থাকা সত্ত্বেও নতুন ছবিতেও নেয়া হচ্ছে না রিয়াকে। সবমিলিয়ে ক্যারিয়ারটা মাত্র শুরু করেছিলেন রিয়া। কিন্তু সেটা শেষ হতে যাচ্ছে বলেই মনে করছেন কেউ কেউ! যদিও অনেক বলিউড তারকাই মনে করেন, রিয়াকে সুযোগ দেয়া উচিত। কারণ তার অপরাধ এখনো প্রমাণিত নয়। আত্মহত্যার দায় পুরোপুরি আরেকজনের ওপর চাপানোটাও ঠিক নয়। আবার অনেকে মনে করছেন, রিয়া প্রবল সম্ভাবনাময়ী একজন। তার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status