খেলা

শিরোপার কথাই ভাবছেন পিকে-মেসিরা

স্পোর্টস ডেস্ক

২০২১-০৩-০১

দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগায় টানা আট ম্যাচে গোল পেয়েছেন এ আর্জেন্টাইন সুপার স্টার। শনিবার ‘মেসিময়’ ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে এক গোল ও অ্যাসিস্ট একটি করেন রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। লা লিগায় টানা দ্বিতীয় জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেললো রোনাল্ড কোম্যানের দল। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে কাতালানরা। ২৪ ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তিনে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠলেও শিরোপা হাতছাড়া হয়েছে। কোপা দেল’রে সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০তে হার। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হেরে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন প্রায় শেষ বার্সার। লা লিগা ও কোপা দেলরে’র শিরোপার স্বপ্নই কেবল ভালোভাবে টিকে রয়েছে কাতালানদের। সেভিয়ার মতো দলের বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে বার্সেলোনার। দলটির স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে বলেন, ‘আমরা এখনো শিরোপা জিততে পারি। এটা ঠিক যে আমরা কঠিন সময় পার করছি। নিজেদের উপর ভরসা-বিশ্বাস রাখতে হবে। আমি দলকে নিয়ে আশাবাদী।’
সেভিয়ার মাঠে ২৯তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। মাঝমাঠ থেকে মেসির থ্রু পাস ধরে বাম পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি ফরোয়ার্ড। ৮৫তম মিনিটে গোলের দেখা পান মেসি। দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে শট নেন মেসি। ঠিকমতো ফেরাতে পারেননি সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো। ফিরতি শটে বল জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার। লীগে ২৩তম গোল করলেন মেসি। অষ্টম পিচিচি ট্রফি জয়ের দৌড়ে আরো এগিয়ে গেলেন বার্সেলোনা অধিনায়ক। ২০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ পর সেভিয়াকে হারালো বার্সেলোনা। গত ১০ই ফেব্রুয়ারি কোপা দেল’রের সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ ব্যবধানে হারে বার্সা। আসরটির রেকর্ড ৩০বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার ফাইনালে খেলার স্বপ্ন সুতোয় ঝুলছে। আগামী বুধবার ফিরতি লেগে সেভিয়ার মুখোমুখি হবে কাতালানরা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status