অনলাইন

লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবেদন আদালতে

স্টাফ রিপোর্টার

২০২১-০৩-০১

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লেখক মুশতাক আহমেদ কারাবন্দি হয়ে মৃত্যুর ঘটনায় প্রাথমিক প্রতিবেদন আদালতে দাখিল করেছে কারা কর্তৃপক্ষ। রোববার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন। আদালতের রমনা জোনের সাধারণ নিবন্ধন কর্মকর্তা লন্ডন চৌধুরী গণমাধ্যমকে বলেন, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে লেখক এর মৃত্যুর একটি প্রতিবেদন পেয়েছি। পরে প্রতিবেদনটি নথিভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়,  গত ২০২০ সালের গত ৬ মে ঢাকা সিএমএম আদালত হতে মুশতাক আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২৪ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বদলি করে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। গত ২৫ ফেব্রুয়ারি  হঠাৎ অচেতন হয়ে গেলে কারা-চিকিৎসকের তত্ত্বাবধানে ৭টা ২০ মিনিটে জরুরিভিত্তিতে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক মুশতাককে পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৮টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন। পরের দিন (২৬ ফেব্রুয়ারি) ১২টা ২৫ মিনিটে মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মুশতাকের চাচাতো ভাই নাফিসুর রহমানের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তর করা হয়।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status