নাইজেরিয়ায় অপহৃত ৩১৭ স্কুলছাত্রীর সবাইকে মুক্ত করা হয়েছে। তারা সকলেই সুস্থ রয়েছে। তারপরেও শারীরিক পরীক্ষার জন্য তাদেরকে একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরকে মুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মুয়াম্মাদু বুহারি। এ ঘোষণা দিয়ে উচ্ছাস প্রকাশ করেন তিনি। এ জন্য নাইজেরিয়া সরকারকে কোনো মূল্য পরিশোধ করতে হয়নি বলেও জানানো হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
গত শুক্রবার আবাসিক স্কুল থেকে ৩১৭ ছাত্রীকে অপহরণ করে জঙ্গিরা। তবে নিয়ে যাওয়ার পথে অনেকেই দৌড়ে পালায়।
সব মিলিয়ে ২৭৯ জনকে নিয়ে যেতে পেরেছিল তারা। অবশেষে ঘটনার ৫ দিনের মাথায় তাদেরকে উদ্ধার করা গেলো।
goam nabi
২ মার্চ ২০২১, মঙ্গলবার, ৬:৫৯good news