× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিটি নয়, বায়ার্নকে ইউরোপসেরা ভাবেন গার্দিওলা

খেলা

স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২১, মঙ্গলবার

টানা ২০ ম্যাচে জয়ের রেকর্ড গড়ে ফর্মের তুঙ্গে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সামনে হাতছানি দিচ্ছে আরও রেকর্ড। অনেকে তাই সিটিকেই দিচ্ছেন বর্তমানে ইউরোপ সেরা দলের তকমা। তবে তাদের সঙ্গে একমত নন খোদ দলটির কোচ পেপ গার্দিওলা। তার মতে, ইউরোপ সেরা দল এখন বায়ার্ন মিউনিখ। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে সিটির মাঠে ২-১ গোলে হারের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কোচ ডেভিড ময়েস বলেছিলেন, গার্দিওলার দলই বর্তমানে ইউরোপের সবচেয়ে দাপুটে। ওই জয়ে লীগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১২ পয়েন্টে এগিয়ে যায় সিটিজেনরা।

গত ২১ নভেম্বরের পর কোনো ম্যাচ হারেনি ম্যান সিটি। সব ধরনের প্রতিযোগিতায় টানা ২৭ ম্যাচে অপরাজিত গার্দিওলার দল।
তবে মঙ্গলবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামার আগে সিটির স্প্যানিয়ার্ড কোচ বলেন, ‘মুকুট নিতে হলে জিততে হবে। মার্চে কেউ চ্যাম্পিয়ন হয় না। ইউরোপের, এমনকি বিশ্বের সেরা দল বায়ার্ন মিউনিখ কারণ তারা সবকিছু জিতেছে। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন লিভারপুল, তাই তারাই সবার সেরা।’

মৌসুমের চার প্রতিযোগিতাতেই টিকে আছে ম্যানচেস্টার সিটি। গার্দিওলা বলেন, ‘সামনে প্রচুর খেলা, প্রতি তিন দিনে একটি করে। বিশ্রাম নিয়ে আমাদের আরেক ম্যাচের কথা ভাবতে হবে। এখনও ৩৬ পয়েন্টের খেলা বাকি। অনেক পয়েন্ট। এক সপ্তাহেই আপনি অনেক পয়েন্ট হারাতে পারেন।’

প্রিমিয়ার লীগে ২৬ ম্যাচে ১৯ জয় ও পাঁচ ড্রয়ে শীর্ষ দল সিটির সংগ্রহ ৬২ পয়েন্ট। আসরে হার কেবল দুটি। ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইডেট। গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল ৪৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তালিকার ছয়ে।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর