× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

মেয়েকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা / মা রিমান্ডে, আসামি ইউপি চেয়ারম্যানসহ ৬

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৩ মার্চ ২০২১, বুধবার

এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা’কে ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। জানা গেছে, মেয়েকে জোরপূর্বক আটকে রেখে যৌন ব্যবসা করাতেন মা বিউটি আক্তার। এ ব্যাপারে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রুহুল বিউটি আক্তার এবং স্থানীয় আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার মানবজমিনকে বলেন, তিনি নিজেই মামলাটি তদন্ত করছেন। পুলিশ ভিকটিম (১৭)কে ঢাকার সাভার থেকে উদ্ধার করে। নির্যাতিতা মেয়েটি আদালতে দেয়া জবানবন্দিতে বলেন, তার মা তাকে দিয়ে অনৈতিক কাজ করাত। বিভিন্ন সময় নিজের বাড়িতে নিজের বসতঘর সহ বিভিন্ন হোটেলে নিয়ে ওই আসামিসহ অচেনা অনেক খদ্দেরের কাছে নিয়ে অনৈতিক কাজে বাধ্য করতো।
রাজি না হলে মা তাকে শিকল দিয়ে ঘরের মধ্যে আটক করে নির্যাতন করতো। সোমবার জবানবন্দির কপি হাতে পেয়েই রাতে মামলার প্রধান আসামি ছাত্রীর মা বিউটি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠালে, আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় অন্য আসামিরা হলেন- ভবভদ্রীর আবদুর রবের ছেলে সামছুল আলম, ধীতপুরের সফিউল্যার ছেলে মোজাম্মেল হক, কামাল হোসেনের ছেলে সামছুল আলম ও মমিন উল্যা।


 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর