কিন্তু একটি খবরে পড়লাম বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নিত হয়েছে কয়েক দিন হ'ল। দৈনিক প্রথম আলো ৩ মার্চ ২০২১ খৃঃ
মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি সম্মান রেখে বলছি।বাংলাদেশ এখন মালেশিয়া কাতারে কাগজে কলমে বিদ্যমান। আজও নিশিচত হয়নি এদেশের জনগণের ভাত ও ভোটের অধিকার। আজও রাতে বের হলে দেখা যায় রাতে রাস্তা-ঘাটে অসংখ্য নিরন্ন ও গৃহহীন মানুষের হাহাকার। বিশেষ করে নারী, বৃদ্ধ ও কন্যাশিশুদের অবস্থা সবচেয়ে করুণ। অনেকে তাঁর নিজের সম্মানটুকু নিয়ে থাকতে পারে না। হায়রে বিচিত্র দেশ, য়য দেশের রাজনীতিবিদদের বাড়ীতে কোটি কোটি টাকার হদিস মেলে।মন্ত্রী জি তাইলে যে আমাগো ভাইবোনেরা হেই দেশে কামলা দিতে যায় তহন তারা তো কামলা দেতে আহে না । এক কাতার কইছেন কাগজে আপনেরে আমেরিকার কাতারে তুইলেই কি আপনে খুশি । আমাগো এতটা বোকা ভাবেন আমরা কইলাম তা বুঝি কিন্তু আপনেরা বুঝবার পারেন না যেইটা জানার পর আমার মত বেকুবেরও হাসি আইতাছে
মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি সম্মান রেখে বলছি।বাংলাদেশ এখন মালেশিয়া কাতারে কাগজে কলমে বিদ্যমান। আজও নিশিচত হয়নি এদেশের জনগণের ভাত ও ভোটের অধিকার। আজও রাতে বের হলে দেখা যায় রাতে রাস্তা-ঘাটে অসংখ্য নিরন্ন ও গৃহহীন মানুষের হাহাকার। বিশেষ করে নারী, বৃদ্ধ ও কন্যাশিশুদের অবস্থা সবচেয়ে করুণ। অনেকে তাঁর নিজের সম্মানটুকু নিয়ে থাকতে পারে না। হায়রে বিচিত্র দেশ, য়য দেশের রাজনীতিবিদদের বাড়ীতে কোটি কোটি টাকার হদিস মেলে।মন্ত্রী জি তাইলে যে আমাগো ভাইবোনেরা হেই দেশে কামলা দিতে যায় তহন তারা তো কামলা দেতে আহে না । এক কাতার কইছেন কাগজে আপনেরে আমেরিকার কাতারে তুইলেই কি আপনে খুশি । আমাগো এতটা বোকা ভাবেন আমরা কইলাম তা বুঝি কিন্তু আপনেরা বুঝবার পারেন না যেইটা জানার পর আমার মত বেকুবেরও হাসি আইতাছে
বাংলাদেশ এখন মালয়েশিয়ার সঙ্গে একই কাতারে। ---------এভাবে গয়রহ বক্তব্য দিয়ে মানুষের কাছে হাস্যস্পদ বস্তুতে পরিনত হওয়ার মধ্যে কোন সার্থকতা আছে কি?
উননয়নশীল হলেই মালয়েশিয়ার কাতার হয় না। বাংলাদেশের আগে South Sudan, Samoa, Tonga উননয়নশীল দেশ হয়েছে। আপনারা ওদের কাতারে।
Hello Mr. Minister . Very good news. Really we are very happy to see this news from you only. I hope this year will be backed all of Bangladeshi workers from Malaysia. Almighty will help you all the way. We also wait for more good news that, Malaysians will come to Bangladesh for work.
মন্ত্রী জি তাইলে যে আমাগো ভাইবোনেরা হেই দেশে কামলা দিতে যায় তহন তারা তো কামলা দেতে আহে না । এক কাতার কইছেন কাগজে আপনেরে আমেরিকার কাতারে তুইলেই কি আপনে খুশি । আমাগো এতটা বোকা ভাবেন আমরা কইলাম তা বুঝি কিন্তু আপনেরা বুঝবার পারেন না যেইটা জানার পর আমার মত বেকুবেরও হাসি আইতাছে ।
এটি একটি সুসংবাদ। মালয়েশিয়ার একই সারিতে বাংলাদেশ। মালয়েশিয়ার মাথাপিছু জিডিপি 10,192 ডলার এবং বাংলাদেশের মূল্য 2,064 ডলার, সোর্স WIKI।
তাহলে ঐ দেশে লোক পাঠানো বন্ধ করুন।
So Malaysian manpower recruit from Bangladesh but we recruit from India... Ha... ha ....
He is not telling the truth. Bangladesh has been same as Singapore, UK, USA, Canada, Switzerland, Germany, etc. for a long time. Malaysia is far behind those countries. Therefore, Bangladesh surpassed Malaysia long time ago.
Mr Minister we are happy to see good progress but banking sector is very bad condition. It will affect for next election. I hope you will take appropriate action to clean up those and prove that AL is doing goood for all sectors.
বাংলাদেশ এখন মালেশিয়া কাতারে কাগজে কলমে বিদ্যমান। আজও নিশিচত হয়নি এদেশের জনগণের ভাত ও ভোটের অধিকার। আজও রাতে বের হলে দেখা যায় রাতে রাস্তা-ঘাটে অসংখ্য নিরন্ন ও গৃহহীন মানুষের হাহাকার। বিশেষ করে নারী, বৃদ্ধ ও কন্যাশিশুদের অবস্থা সবচেয়ে করুণ। অনেকে তাঁর নিজের সম্মানটুকু নিয়ে থাকতে পারে না। হায়রে বিচিত্র দেশ, য়য দেশের রাজনীতিবিদদের বাড়ীতে কোটি কোটি টাকার হদিস মেলে।
What a Joke.Please explain why millions of Bangladeshi slave workers are in Malaysia.
তাহলে কাতারের জনগন বাংলাদেশে শ্রমিক হয়ে আসনা কেন?
বাংলাদেশ মালয়েশিয়ার কাতারে চলে আসছে একথা সত্য হবে সেদিন, যেদিন মালয়েশিয়া থেকে সমস্ত শ্রমিক ফিরে এসে এদেশে মালেশিয়ানদের মত জীবন যাপন করবে। তার আগে এখন মৌখিক ভাবে বলা ঠিক হবেনা। মালেয়শিয়ানরা আমাদের মত অন্য দেশে শ্রমিক খাটে না । তাই তারা এখনও আমাদের চেয়ে উপরে আছে। তবে হ্যা একশ্রেনীর লোক হয়তো মালেশিয়ানদের মত জীবন যাপন করে, যারা চুরি করে, ব্যাংক ডাকাতি করে, অপরের সম্পদ জোর করে ভোগ করে, ড্রাগ ব্যাবসা করে, বিনা বিচারে সমাজে বুক উঁচু করে চলে, হাঁ তারাই মালেশিয়ানদের পর্যায় চলে গেছে (সেটা খুবই নগণ্য)। যেটা দেশ স্বাধীন হওয়ার পর পরই শুরু হয়েছিল। স্বাধীন বাংলার হাজার কোটি কম্বল চুরি করে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে। আর যেটা এখনও বলবৎআছে।
মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি সম্মান রেখে বলছি। বাংলাদেশ এখন মালয়েশিয়ার কাতারে তা ঠিক। তবে বাংলাদেশের গড় জি ডি পির প্রবৃদ্ধি যদি বছরে ৮% হয় তবে বর্তমান মালয়েশিয়ার পর্যায়ে পৌঁছতে বাংলাদেশের কমপক্ষে ৪০ বছর লাগবে। আর এই চল্লিশ বছরে মালয়েশিয়া ও ই সি ডির সদস্য হয়ে অন্যতম একটি উন্নত দেশে পরিণত হবে।
abu imran
৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১:৩৩Absolutely bogus. Bangladesh far behind from Malaysia .