× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ঘরের মাঠে বড় জয় সিটির

খেলা

স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২১, বুধবার

আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। শেষ ১৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলের মাঝে একটি গোল করেন রিয়াদ মাহরেজ। মঙ্গলবার ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ৪-১ গোলের বড় জয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠে ম্যাচের প্রায় দুই তৃতীয়াংশ বল দখলে রাখা ম্যান সিটি প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে ১৫তম মিনিটে উলভারহ্যাম্পটনের লেন্ডার ডেনডকারের ভুলে এগিয়ে যায় স্বাগতিক দল। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের ডান দিকে নিয়ন্ত্রণে নিয়ে নিচু ক্রস বাড়ান মাহরেজ। রাহিম স্টার্লিংকে বাধা দিতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান সফকারী দলের বেলজিয়ান ডিফেন্ডার।
প্রথমার্ধের শেষ সময়ে এমেরিক লাপোর্ত স্কোর করেন। তবে অফসাইডের বাঁশি বাজলে বাতিল হয় তার গোলটি।
প্রথমার্ধের যোগ করা সময়ে বের্নার্দো সিলভার হেড বাঁ দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক রুই পাত্রিসিও।
৬১তম মিনিটে ম্যাচে সমতা ফেরান উলভারহ্যাম্পটেরন কোনর কোডি। জোয়াও মৌতিনিয়োর ফ্রি কিকে হেডে বল জালে জড়ান এই ইংলিশ ডিফেন্ডার।
৭৬তম মিনিটে উলভসের ডি-বক্সের সামনে থেকে রাহিম স্টার্লিংয়ের কোণাকুণি শট বারে লেগে বেরিয়ে যায়।
৮০তম মিনিটে দলকে সিটিকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল জেসুস। কাইল ওয়াকারের ক্রস প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে ফিরে আসার পর কাছ থেকে জোরালো শটে স্কোর করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইলকাই গিনদোয়ানের শট গোলরক্ষক ফেরানোর পর কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জেসুস।
লীগে টানা ১৫ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ জিতলো পেপ গার্দিওলার শিষ্যরা। একই সঙ্গে স্পর্শ  করলো টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার ক্লাব রেকর্ড।
২৭ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫  পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার সবার উপরে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১ পয়েন্ট কম নিয়ে তিনে লেস্টার সিটি। ২৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে উলভস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর