× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রোনালদোর রেকর্ডের রাতে জুভেন্টাসের বড় জয়

খেলা

স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২১, বুধবার

জমাট বাঁধা রক্ষণ দিয়ে জুভেন্টাসকে ভালোই পরীক্ষায় ফেলেছিল স্পেজিয়া। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় একের পর এক আক্রমণ করেও ডি-বক্সে চিড় ধরাতে পারছিলো না স্বাগতিকরা। তবে  বিরতির পর আর চ্যাম্পিয়নদের ঠেকাতে পারেনি স্পেজিয়া। মঙ্গলবার রাতে সিরি আ’র ম্যাচে ৩-০ গোলের বড় জয় পায় আন্দ্রে পিরলোর শিষ্যরা। আলভারো মোরাতার গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফেদেরিকো চিয়েসা। শেষদিকে স্কোরলাইনে নাম লেখানোর মাধ্যমে রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টার একমাত্র ফুটবলার যিনি ইউরোপের সেরা পাঁচটি লীগের মধ্যে টানা ১২ মৌসুম ২০-এর অধিক গোল করেছেন।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্পেজিয়া। অষ্টম মিনিটে স্পেজিয়ার ডিফেন্ডার রিকার্দো মার্কিসার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।২৯তম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের মুখে পেয়েই গিয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো।
তবে গোলরক্ষক ইভান প্রোভেদেল ছুটে এসে ঠেকিয়ে দেন।
৬১তম মিনিটে ওষ্টেন ম্যাককেনির জায়গায় মোরাতা ও ফ্রাবোত্তার বদলি ফেদেরিকো বের্নারদেস্কিকে নামান কোচ আন্দ্রে পিরলো।
নেমেই গোলের দেখা পান মোরাতা। ৬২তম মিনিটে বাঁ দিক থেকে বের্নারদেস্কির একটু উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে বল জালে জড়ান এই স্প্যানিয়ার্ড। প্রথমে অফসাইডে সিদ্ধান্ত আসলেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
৭১তম মিনিটে বদলি হিসেবে নামা বের্নারদেস্কির পাসে ব্যবধান দ্বিগুণ করেন চিয়েসা। তার প্রথম শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে বল জালে জড়ান এই ইতালিয়ান স্ট্রাইকার।
৮৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডান দিক থেকে রদ্রিগো বেন্তানকুরের পাস ধরে ডি-বক্সের মুখ থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন এই পর্তুগিহ সুপারস্টার।
লীগে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন রোনালদো। আসরে তার মোট গোল হলো ২০টি।  ২০০৯-১০ মৌসুম থেকে সর্বশেষ চলমান ২০২০-২১ মৌসুম পর্যন্ত রোনালদো ২০-এর অধিক গোল করে যান। ৯ মৌসুম রিয়াল মাদ্রিদ ও সর্বশেষ ৩ মৌসুমে জুভেন্টাসের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন সি আর সেভেন।
এই ১২ মৌসুমের মধ্যে ২০১০-১১, ২০১১-১২ ও ২০১৪-১৫ মৌসুমে গোল করেন ৪০টিরও বেশি। সর্বোচ্চ ৪৮ গোল আসে ১৪-১৫ মৌসুমে। ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। এখন পর্যন্ত তুরিনের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১১৯ ম্যাচে গোল করেন ৯২টি।
ম্যাচে অতিরিক্ত সময়ে গিয়াসি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেজিয়া। কিন্তু ব্যবধান কমাতে পারেননি আন্দ্রে গালাবিনোভ। তার দুর্বল স্পট কিক ঠেকিয়ে দেন ভয়চেখ স্ট্যাসনি।
২৪ ম্যাচে ১৪ চয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে জুভেন্টাস। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর