অনলাইন

টিকাকরণে বাইডেনের বার্তা

নিজস্ব সংবাদদাতা

২০২১-০৩-০৩

দেশের মানুষকে ফের আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি বার্তায় তিনি বলেছেন, মে মাসের মধ্যেই দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে দেয়ার মত টিকা তাদের হাতে এসে যাবে। বাইডেন বলেন, আমেরিকা নিজের দেশের নাগকিরদের রক্ষা করতে সক্ষম। তাই বহু আগে থেকেই এ বিষয়ে পরিকল্পনা নেয়া হয়েছে। ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, টিকার যোগানে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখছে সরকার। আমেরিকার বিভিন্ন অংশে ইতিমধ্যেই করোনা টিকা দেয়া শুরু হয়েছে। দেশের প্রতিটি মানুষ যেমনভাবে নির্বাচনে তাকে জিতিয়েছেন তেমনিভাবে তিনি তাদের সকলের মুখে হাসি দেখতে চান। তবে টিকাকরণের পরও দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাইডেন। বাইডেন জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মহামারি বিশ্বে তার প্রভাব বিস্তার করেছে। ফাইজার, মডার্নার পাশাপাশি জনসনের টিকাকেও স্বীকৃতি দিয়েছে আমেরিকা। তাই তিনটি ডোজ একত্রে চলবে বলে জানিয়েছেন বাইডেন। ইতিমধ্যেই আমেরিকার বিভিন্ন পর্যায়ে টিকা দেয়া শুরু হয়ে গিয়েছে। দ্রুত সমস্ত মানুষকে টিকাকরণের কাজ চলবে বলে জানা গেছে। এমনকি পরবর্তীকালে করোনার টিকা যাতে ঘরে রেখে দেয়া যায় সেদিকেও নজর রাখছে সরকার। দেশবাসীকে আশ্বস্ত করে বাইডেন আরও জানিয়েছেন, দেশবাসীকে যথাসম্ভব নিরাপত্তা দেবে আমেরিকা। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি এবং তার মন্ত্রিসভা সেই কাজই করছেন। করোনা খাতে ইতিমধ্যেই বরাদ্দা বাড়ানো হয়েছে। আগামীদিনে প্রয়োজন হলে বরাদ্দ আরো বাড়ানো হবে। বিশ্বের অন্য দেশের সঙ্গে তাল রেখে আমেরিকায় মৃতের সংখ্যা যে সর্বাধিক সেকথা মনে করিয়ে দিয়ে বাইডেন জানিয়েছেন, তার দেশবাসীকে তিনি নিজের সর্বশক্তি দিয়ে রক্ষা করবেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status