× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / এটা আমাদের শিল্পীদের জন্য সুখবর -ইমরান

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার

হাল সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। নিজের এক যুগের ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। শুধু গেয়ে নয়, গাইয়েও সফল তিনি। তার সুর ও সংগীতে অনেক শিল্পীর গানই পেয়েছে জনপ্রিয়তা। বর্তমানে অডিও, প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী-সংগীত পরিচালক। সব মিলিয়ে কেমন চলছে? ইমরান বলেন, গত বছর তো করোনার কারণে কাজ কম করেছি। শোও তেমন হয়নি। তবে এখন কাজের ব্যস্ততা অনেক।
ব্যস্ততাটা উপভোগও করছি। স্টেজ শো কি তাহলে শুরু হয়েছে পুরোদমে? ইমরান বলেন, না। পুরোদমে এখনও শুরু হয়নি। করোনার প্রভাবটা রয়ে গেছে। তাছাড়া করোনার কারণে অনুমতিও দেয়া হচ্ছে না অনেক জায়গায় কনসার্টের। তবে ধীরে ধীরে স্টেজ শো বাড়ছে। এটা আমাদের শিল্পীদের জন্য সুখবর।  আমি নিজেও নতুন বছরে টানা বেশ কিছু শো করেছি। সামনেও বিভিন্ন স্থানে শো করবো। আশা করছি দ্রুতই স্টেজ শো স্বাভাবিক গতিতে ফিরবে। গানের কি খবর? ইমরান বলেন, বেশ ভালো। কদিন আগেই কনা আপু ও আমার ‘হৃদয় একটা আয়না ২.০’ শিরোনামের গান প্রকাশ হয়েছে ভিডিওসহ। বেশ ভালো সাড়া মিলছে গানটি থেকে। এখন নতুন কিছু গান করছি বিভিন্ন ব্যানারের জন্য। এগুলো ঈদসহ বছরের বিভিন্ন সময় প্রকাশ হবে। আর সিনেমার গান কেমন চলছে? ইমরান উত্তরে বলেন, সিনেমার গানের প্রতি অন্যরকম টান রয়েছে। কারণ এখানে নায়কের জন্য গাইতে হয়। এরমধ্যে গল্প থাকে। একটা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জটাই আমাকে বেশি টানে। এরমধ্যে ‘মেকআপ’, ‘ফিরে দেখা’, ‘আশীর্বাদ’সহ বেশ কিছু ছবিতে গেয়েছি। সামনে আরো কাজ রয়েছে। সেগুলোও করে ফেলবো ব্যাটে বলে মিললে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। প্রেম কি করা হচ্ছে? ইমরান হেসে বলেন, আমি প্রতিনিয়ত প্রেমে পড়ি। সেটা প্রকৃতির হতে পারে, আবার পরিবারও হতে পারে। তবে বিশেষ কোনো মানুষের সঙ্গে প্রেম করছি না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর