× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার

চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ লড়াইয়ে নেমেছে ভারত-ইংল্যান্ড। আহমেদাবাদেটসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক জো রুট।
সিরিজের শেষ টেস্ট দুই দলের অধিনায়কের কাছে মাইলস্টোন ম্যাচ। ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্টে দেশকে নেতৃত্বে দেওয়ার ধোনির রেকর্ড স্পর্শ করলেন ক্যাপ্টেন কোহলি। এই টেস্টের আগে পর্যন্ত ভারতকে সর্বাধিক ৬০টি টেস্টে নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল ধোনির দখলে। সাত বছরের অধিনায়কত্বে এই রেকর্ড গড়েন। বৃহস্পতিবার সেই রেকর্ডে ভাগ বসালেন কোহলি। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সামনেও একটি মাইলফলক রয়েছে।
দেশকে ৫০তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন রুট।
টস জিতে রুট বলেন, ‘আমরা প্রথম ইনিংসের সুবিধা তুলতে চাই। একটা সময় পর পিচে স্পিন হবে। আশা করি এখানে আমরা সেরাটা দিেেত পারবো। সিরিজের শেষ টেস্টের দলে দু’টি পরিবর্তন করেছে ইংল্যান্ড। জোফরা আর্চার ও স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে দলে নিয়েছেন ড্যান লরেন্স ও ডম বেসকে।
ভারত অধিনায়ক কোহলি টস হেরে বলেন, ‘আমরাও টস জিতে প্রথমে ব্যাটিং নিতাম। প্রথমে ব্যাটিং করার জন্য দারুণ পিচ। তবে আমরা সেরাটা দিকে ইংল্যান্ডকে চাপে রাখার চেষ্টা করব।’
জসপ্রিত বুমরাহ’র পরিবর্তে মোহাম্মদ সিরাজকে স্কোয়াডে ভিড়িয়েছে ভারত।
 
সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানে হারে ভারত। কিন্তু দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। ৩১৭ রানে দ্বিতীয় টেস্ট জেতে ভারত। তারপর তৃতীয় টেস্টে ১০ উইকেটে জিতে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে থেকে সিরিজের শেষ টেস্টে নামল টিম ইন্ডিয়া। এই টেস্ট জিতলে সিরিজ জয়ের পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।
ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইশান্ত শর্মা।
ইংল্যান্ড একাদশ: ডম সিবলে, জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ওলি পোপ, বেন ফোকস (উইকেটরক্ষক), ড্যান লরেন্স, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন, ডম বেস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর