দলীয় আনুকুল্যের এই ডিসি সাহেব খুবই স্মার্ট। অবস্থার বেগতিকতা, এবং সময় স্বল্পতার জন্য কাউকে ম্যানেজ করা যায়নি কিন্তু কিছুদিনের মধ্যেই এই শাস্তি প্রত্যাহার হয়ে যাবে। কারণ আমরা বুঝে গেছি এই সরকারে সবই সম্ভব। এই সাবেক ডেপুটি কমিশনার যে অপকর্ম করেছে সেজন্য তার চাকরি চলে যাওয়া উচিৎ ছিল।আর সংঘটিত ঘটনাটি ছিল বাংলাদেশের দন্ডাআইনে অপরাধ।সেই মহিলা যদি ডিসি সাহেবর বিরুদ্ধে অভিযোগ করত তা আসত নারী ও শিশু নির্যাতন দমন আইনে।আর যদি সেই মহিলা কোন অভিযোগ না এনে থাকে তবে তারা দূজনই আসত পেনাল কোডের ২৯০/৩৪ ধারার আওতায়।এই ডিসি সাহেব কে চাকরিতে বহাল রাখা মানে হোল-তাকে রাষ্ট্রের জামাইবাবা করেই রাখা হোল। গুরু পাপে লঘু দন্ড। তারপরেও চাকুরী যাবেনা। এই সরকারি চাকুরির হাল। সরকারী কর্মচারীরা কি বেতনের চিন্তা করে, তাদের চাকরী থাকলেই সব কিছু পায়।
দলীয় আনুকুল্যের এই ডিসি সাহেব খুবই স্মার্ট। অবস্থার বেগতিকতা, এবং সময় স্বল্পতার জন্য কাউকে ম্যানেজ করা যায়নি কিন্তু কিছুদিনের মধ্যেই এই শাস্তি প্রত্যাহার হয়ে যাবে। কারণ আমরা বুঝে গেছি এই সরকারে সবই সম্ভব।
They are not public servants, they are the lord so all are right. Congratulations all of our Lord, go ahead.
এই সাবেক ডেপুটি কমিশনার যে অপকর্ম করেছে সেজন্য তার চাকরি চলে যাওয়া উচিৎ ছিল।আর সংঘটিত ঘটনাটি ছিল বাংলাদেশের দন্ডাআইনে অপরাধ।সেই মহিলা যদি ডিসি সাহেবর বিরুদ্ধে অভিযোগ করত তা আসত নারী ও শিশু নির্যাতন দমন আইনে।আর যদি সেই মহিলা কোন অভিযোগ না এনে থাকে তবে তারা দূজনই আসত পেনাল কোডের ২৯০/৩৪ ধারার আওতায়।এই ডিসি সাহেব কে চাকরিতে বহাল রাখা মানে হোল-তাকে রাষ্ট্রের জামাইবাবা করেই রাখা হোল।
গুরু পাপে লঘু দন্ড।
তারপরেও চাকুরী যাবেনা। এই সরকারি চাকুরির হাল।
সরকারী কর্মচারীরা কি বেতনের চিন্তা করে, তাদের চাকরী থাকলেই সব কিছু পায়।
কিভাবে যে ওরা বেছে থাকে ?
Harun-ur-Rashid
৭ মার্চ ২০২১, রবিবার, ৫:৪৭Demotion is not proper punishment he needs fire from service with the jail.