× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গোয়াইনঘাটে বনবিভাগের ভূমি উদ্ধার

বাংলারজমিন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
৫ মার্চ ২০২১, শুক্রবার

সিলেটের গোয়াইনঘাটে লক্ষ্মীনগর বিটের নিয়াগুল মৌজাধীন নিয়াগুল হাওরে নিয়াগুল মৌজার সংরক্ষিত বনভূমির ১০ একর উদ্ধার করা হয়েছে। এ সময় দখলকারীরা উদ্ধার অভিযানে বাধা দেয়ার চেষ্টা করে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের নির্দেশে সারী রেঞ্জের কর্মকর্তা সাদ উদ্দিন, রাতারগুল বিট কর্মকর্তা ও বনকর্মীদের সহযোগিতায় লক্ষীনগর বিট কর্মকর্তা জহিরুল ইসলাম রাজুর নেতৃত্বে এই অভিযান চলে। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। দখলকৃত ভূমি উদ্ধারের পর এসব ভূমিতে চলতি অর্থ বছরে মুর্তা বাগান সৃজনের জন্য ট্রাক্টর দিয়ে তাতে চাষ করা হয়। এ ব্যাপারে লক্ষীনগর বিট কর্মকর্তা জহিরুল ইসলাম রাজু বলেন, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলার বনভূমি জবর দখলকারীদের হাত থেকে যেকোনো মূল্যে উদ্ধার করা হবে। এরই লক্ষ্যে দখলকৃত বনভূমি উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকৃত ভূমিতে নতুন নতুন বাগান সৃজন করা হচ্ছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর