× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

স্বল্পোন্নত দেশ থেকে বের হলে বাংলাদেশকেই রপ্তানিতে গুনতে হবে শুল্ক

অনলাইন

অর্থনৈতিক রিপোর্টার
(৩ বছর আগে) মার্চ ৪, ২০২১, বৃহস্পতিবার, ৯:৫৩ অপরাহ্ন

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) মনে করে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এলে বাংলাদেশকেই রপ্তানিতে সবচেয়ে বেশি হারে গুনতে হবে শুল্ক। একই সঙ্গে উন্নয়নশীল দেশের তালিকায় নাম ওঠানোর অপেক্ষায় থাকা ১২ দেশের মধ্যে বাংলাদেশেরই রপ্তানি কমার সম্ভাবনাও সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত এক ওয়েবিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

সংস্থাটির পরামর্শ নানা অভিঘাত মোকাবিলায় বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক যোগাযোগ বাড়িয়ে এখনই  কৌশল নির্ধারণ করতে হবে।

বক্তারা বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালেই ঘুচবে গেল ৪৬ বছর ধরে লেগে থাকা স্বল্পোন্নত দেশের তকমা। এতে মিলবে বড় বড় ঋণ প্রাপ্তির সুযোগ, ঘটবে মর্যাদার উন্নয়ন।

তবে আসবে নানা অভিঘাতও। চলে যাবে স্বল্পোন্নত দেশ হিসেবে এত বছর ধরে পেয়ে আসা শুল্কমুক্ত সুবিধা। দেয়া যাবে না কৃষিতে ভর্তুকি।
ঔষুধের ক্ষেত্রেও থাকবে না মেধাস্বত্বের টাকা না দিয়েই উৎপাদনের সুযোগ।

সিপিডির মতে, বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাবে বাংলাদেশসহ যে ১২ রাষ্ট্রকে উন্নয়শীল দেশের তালিকায় নাম লেখানো হাতছানি দিচ্ছে, তাদের মধ্যে বাংলাদেশকেই গুণতে হবে সবচেয়ে বেশি হারে শুল্ক। ফলে সবচেয়ে বেশি রপ্তানি কমতে পারে বাংলাদেশেরই। সাথে রয়েছে ওষুধের দাম বৃদ্ধির সম্ভাবনা। তাই এখনই নীতি নির্ধারণে আগামী দিনের কৌশল নির্ধারণ করতে হবে।

উন্নয়নশীল দেশে যাওয়ার পথে বাজার সুবিধা হারানোসহ অর্থনীতির ৪ চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সিপিডি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এখনই প্রস্তুতি নেয়া প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।

বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাবে, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এলে বাংলাদেশের রপ্তানির সুযোগ কমতে পারে ১৪ শতাংশের বেশি।

ওয়েবিনারে পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর দাবি, আগামী দিনের এসব চ্যালেঞ্জ নিয়েই ওয়াকিবহাল সরকার। রয়েছে মোকাবেলার প্রস্তুতিও।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর