× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির অমিতাভ বচ্চন বললেন ব্রাত্য বসু

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) মার্চ ৫, ২০২১, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন

আর কিছুক্ষন পরেই ২০২১ সালের বিধানসভা ভোটে প্রার্থীতালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। তার ঠিক আগে  মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতির অমিতাভ বচ্চন বলে অভিহিত করলেন রাজ্যের মন্ত্রী ও বিখ্যাত নাট্যকার অভিনেতা ব্রাত্য বসু। তিনি বলেন, ২৯৪ জন প্রার্থী বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে লড়বেন কিন্তু অমিতাভ বচ্চন একজনই -মমতা বন্দ্যোপাধ্যায়, এভারগ্রিন। তার কারিশমা ধার করেই সবাইকে লড়তে হবে। শুক্রবার বেলা দুটো নাগাদ নিজের কালীঘাটের বাড়ি থেকে প্রার্থীতালিকা ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় নবীনদের প্রাধান্য দেয়া হচ্ছে। অশীতিপর জটু লাহিড়ী, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষ, ব্রজ মজুমদারকে বাদ দেয়া হচ্ছে। দুই মন্ত্রী অমিত মিত্র ও পূর্ণেন্দু বসু সম্ভবত প্রার্থী হচ্ছেন না।
অমিত বাবু স্বাস্থ্যের কারণে এবং পূর্ণেন্দু বাবুকে নন্দিগ্রামে সাংগঠনিক কাজের দায়িত্বে থাকবেন বলে প্রার্থী নাও হতে পারেন। শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুরে প্রার্থী হতে বলা হয়েছিল। তিনি রাসবিহারী কেন্দ্র ছাড়তে না চাওয়ায় সম্ভবত বাদ পড়ছেন। রাজারহাট গোপালপুরে পূর্ণেন্দু বাবুর জায়গায় সংগীতশিল্পী অদিতি মুন্সীর নাম শোনা যাচ্ছে। প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবির, বিরবালা হাঁসদা,  অশোক রুদ্ররা। এছাড়া নবীন মুখ আরো থাকবে। খেলোয়াড় ও অভিনেত্রীদের মধ্যে বেশিরভাগই প্রথমবার ভোটে লড়বেন। তাদের সঙ্গে একজন করে মেন্টরকে জুড়ে দেয়া হবে। অভিনেতা সোহম চট্টোপাধ্যায় আগে বড়জোড়া থেকে লড়েছেন। এবারও তাকে প্রার্থী করা হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর