অন্যরা তামাক জাতীয় জিনিস না খেলেই হয়। যাক শরীয়তপুরের মানুষ হিসেবে গর্বিত।
He is earning money by selling tasty poison. By paying tax regularly he is not only legalizing it , he is earning fame and rewarded as the highest tax payer. Hard to believe !!
হাকিমপুরী জর্দার কারখানা থেকে নমুনা সংগ্রহ করে গত ৭ নভেম্বর তা আণবিক শক্তি কমিশনে পরীক্ষা করা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা হচ্ছে সেখানে মারাত্মক পরিমাণে লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম পাওয়া গেছে,এগুলো মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এদিকে আমাদের সরকার পুরস্কৃত করে দেশ ও জাতিকে উৎসাহিত করতেছে
স্বাস্থ্য র জন্য যা ক্ষতিকর, কত মা, বোন, সন্তান সন্তাতির জীবন কেড়ে নিচ্ছে এই জর্দা। মানুষ কে উক্ত নেশা থেকে সরিয়ে আনা সরকারের দায়িত্ব, তা না করে ‌উৎসাহিত করা হচ্ছে, ‌আমি Extremely Sorry কিছুই বুঝতে পারলাম না। ঘটনা ছয় বসরের মেয়ে তার মাকে বলতেছে আব্বু জর্দা খেয়ে মারা গেল, তুমি কেন মানা করলে না। প্রকাশ করলাম মুখ গব্বরে ক্যান্সারে মারা গেছে। প্লিজ আপনার কিছু করুন। কি হল আমাদের মানবতা!
siddq
৬ মার্চ ২০২১, শনিবার, ৯:২৭কাউছ মিয়ার হাকিমপুরী জর্দা আমাদের দেশের NBR কে তথা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় কে যতটা না অর্থের জোগান দিয়েছে এবং সামনে আরও দিবে তার চেয়ে নিশ্চিতভাবে অনেকগুন বেশী অর্থের বন্দোবস্ত করছে আমাদের দেশের ক্যান্সার ও হৃদরোগ হাসপাতাল এবং ঔষধ প্রস্তুতকারী দেশী এবং বিদেশী কোম্পানি গুলোর জন্য। এর বেশ ভাল একটা অংকের টাকার ভাগ আমাদের আশে পাশের দেশ গুলোর হাঁসপাতাল গুলো ও কামাতে পারছে ও সামনের দিন গুলতে আরও ভাল কামাবে। তাই আমি মনে করি স্বাস্থ্য- মন্ত্রণালয়ও এই কাউছ মিয়ার হাকিমপুরী জর্দার জন্য মহাকালীস্থ মন্ত্রণালয় এর সম্মেলন কক্ষে কাউছ মিয়াকে ফুলের তোড়া কিম্বা লাল গালিচা সম্মাননা দিতে পারেন। আমরা বাংলাদেশের জনগন বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় এর টাকার সুফল !!!! পাই বা নাপাই আমাদের এবং আমাদের স্বজন, বন্ধু- বান্ধব দের এর জীবন কিন্তু নিশ্চিত ভাবেই হারাবে। চিকিৎসা, দাফন কাফন এর জন্য NBR, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য- মন্ত্রণালয় কিন্তু কোন অর্থের জোগান দিবেনা। উল্টা জনগন কে কিছু VAT পরিশোধদের জন্য প্রস্তুত থাকতে হবে।