অনলাইন
গাজীপুরে কারখানায় আগুন, দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২০২১-০৩-০৬
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে পুড়ে মারা গেছে এক শ্রমিক, আহত হয়েছে আরো কয়েকজন। শ্রীপুর থানা পুলিশ নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার
ঢাকা ওয়াশিং লি: এর ক্যামিকেল এর গোডাউনে শনিবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় ৬-৭ জন সামান্য আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । পরে ফায়ার সার্ভিস সদস্যরা ফ্যাক্টরির অভ্যন্তর থেকে মাসুম সিকদার (২৩) এর মরদেহ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার থানার চরকুসামটাবি গ্রামে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার
ঢাকা ওয়াশিং লি: এর ক্যামিকেল এর গোডাউনে শনিবার সকালে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় ৬-৭ জন সামান্য আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । পরে ফায়ার সার্ভিস সদস্যরা ফ্যাক্টরির অভ্যন্তর থেকে মাসুম সিকদার (২৩) এর মরদেহ উদ্ধার করে। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার থানার চরকুসামটাবি গ্রামে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, তদন্ত ছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।