× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

নিরবচ্ছিন্ন সেবার অঙ্গীকারে মসজিদে মসজিদে পুলিশ

বাংলারজমিন

আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে
৭ মার্চ ২০২১, রবিবার

 কিশোরগঞ্জে নিরবচ্ছিন্ন সেবার মাধ্যমে জনবান্ধব ও মানবিক পুলিশিং ব্যবস্থা এবং এর মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণের জন্য সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে মসজিদে মসজিদে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে পুলিশ। গত শুক্রবার জেলার ১৩টি থানার প্রতিটিতে প্রধান প্রধান মসজিদে জুমার নামাজের খুতবার আগে সচেতনতামূলক বক্তব্য রেখেছেন সংশ্লিষ্ট থানার ওসি, তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। তারা বক্তব্যে বর্তমান পুলিশিং ব্যবস্থাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে উল্লেখ করে কোনো ধরনের অবৈধ লেনদেন ছাড়াই পুলিশের যেকোনো সেবা গ্রহণ করা যাবে বলে মুসল্লিদের আশ্বস্ত করেছেন। বিট পুলিশিং এর মাধ্যমে বাসার মালিকদের ভাড়াটিয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করে থানায় জমা দানের জন্য উৎসাহিত করছেন। এ ছাড়া মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সম্পর্কে তথ্য দাতাদের পরিচয় গোপন রাখার ব্যাপারেও আশ্বস্ত করেন। পুলিশ কর্মকর্তাগণ তাদের বক্তব্যে সাইবার ক্রাইম ও গুজব সম্পর্কে ধারণা দেন যেনো তারা এ ধরনের অপরাধ শনাক্তসহ নিজেদের এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হওয়া থেকে রক্ষা করতে পারে। এ ছাড়া বর্তমানে পুলিশের আধুনিক সেবা ৯৯৯ এর ব্যবহার সম্পর্কেও অবগত করেন।
জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে সচেতনতামূলক বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক পিপিএম। তিনি তার বক্তব্যে বলেন, এক সময় সমাজে পুলিশকে দুর্নীতিগ্রস্ত হিসেবে ধারণা করা হতো।
কিন্তু বর্তমান পুলিশ আধুনিক, মানবিক এবং দুর্নীতি বিরোধী। মানবিক ও নিরবচ্ছিন্ন সেবার ব্রত ও অঙ্গীকার নিয়ে জনগণের পাশে দাঁড়াচ্ছে পুলিশ। সম্প্রতি প্রকাশিত টিআইবি’র রিপোর্টেও পুলিশের এই ইতিবাচক পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে। মসজিদে দাঁড়িয়ে ওসি থানায় সেবা নিতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না বলেও ঘোষণা দেন।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) দেশব্যাপী পুলিশের সেবাকে মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন যুগপোযোগী কার্যক্রম গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশে কিশোরগঞ্জ জেলায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় সকল সার্কেল ও থানা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, জনতার পুলিশ হিসেবে আমরা জনগণের জন্য কাজ করছি। জনগণের আস্থা ও বিশ্বাসকে সঙ্গী করে তাদের সহযোগিতায় সমাজ থেকে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের শিকড় উপড়ে ফেলতে চাই। এ লক্ষ্যে আমরা পুলিশ এবং জনগণের মধ্যে সেতুবন্ধন রচনার জন্য কাজ করছি, যেনো পুলিশ সম্পর্কে তাদের প্রচলিত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা পুলিশ জঙ্গিবাদের কুফল, মাদকের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু নির্যাতন, শিশুশ্রম, বাল্য বিবাহ ও ইভটিজিং বন্ধ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে আসছে।
 
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর