× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / সিনেমার গানের প্রতি আমি দুর্বল -পূজা

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
৭ মার্চ ২০২১, রবিবার

চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজা। তার পথচলাটা শুরু হয়েছিলো চ্যানেল আই সেরাকন্ঠ সংগীত প্রতিযোগীতার মধ্যে দিয়ে। এরপর আর থেমে থাকেননি, গান নিয়ে এগিয়ে গেছেন প্রতিনিয়ত। নিজের এক যুগের পেশাগত ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন পূজা। প্লেব্যাকও করছেন নিয়মিত। আর স্টেজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। সব মিলিয়ে কি অবস্থা? কেমন চলছে দিনকাল? উত্তরে পূজা বলেন, করোনার কারণে গত বছরটা একদম ভালো যায়নি। আমিও কাজ খুব কম করেছি।
তবে এখন ব্যস্ততা বেড়েছে। কি নিয়ে চলছে ব্যস্ততা? উত্তরে পূজা বলেন, নতুন গান করছি বেশি। তাছাড়া স্টেজ শো করছি টুকটাক করে। নতুন গান কবে নাগাদ আসবে? পূজা বলেন, এরমধ্যে বেশ কিছু গান প্রকাশ হয়েছে আমার। ইমরানের সঙ্গে এসেছে ‘ভালোবেসে যে ভুলে যায়’ শিরোনামের দ্বৈত গান। কলকাতার রাজ বর্মনের সঙ্গে প্রকাশ হয়েছে ‘তোকে চাই’ শিরোনামের একটি গান। আরো কিছু গান তৈরি হয়ে আছে। এরমধ্যে একক গান রয়েছে। আর দ্বৈত গান আসছে আসিফ আকবর ভাই ও ইমরানের সঙ্গে। এগুলো চলতি বছর নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। সিনেমার গানের কি খবর? পূজা বলেন, সত্যি বলতে সিনেমার গানের প্রতি আমি দূর্বল। কারণ এখানে চ্যালেঞ্জের বিষয় থাকে। নায়িকার লিপে গান যায়, একটা গল্প থাকে। আমি খুব বেশি ছবিতে গাইনি। তবে যেসব ছবিতে গেয়েছি সেগুলো থেকে ভালো সাড়া মিলেছে। নতুন কয়েকটি ছবিতে গেয়েছি। এরমধ্যে সৈকত নাসিরের পরিচালনায় গেয়েছি একটি ছবিতে। অনন্য মামুনের ‘কসাই’ ছবিতে গেয়েছি লিংকন রয় চৌধুরীর কম্পোজিশনে। আর দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছ তুমি নেই’ ছবিতেও গেয়েছি। আরো কিছু কাজের কথা চলছে। ব্যাটে বলে মিললে করবো। সংগীত ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে এখন? পূজা বলেন, করোনার প্রভাবটা রয়ে গেছে এখনও। তাই স্টেজের অবস্থাও স্বাভাবিক হয়নি। তবে ধীরে ধীরে অবস্থা ঠিক হচ্ছে। একটু সময় লাগবে। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? পূজা বলেন, সুন্দর চলছে। খুব ভালো আছি আমরা। অন্তু নিজেও মিডিয়ায় কাজ করে। আমরা একে অপরকে অনেক বুঝি। এভাবেই সারা জীবন কাটিয়ে দিতে চাই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর