সৌদি আরব যেভাবে হুতিদের উপর বোমারু বিমান দিয়ে হামলা চালাচ্ছে হুতিদের বিচ্ছিন্ন হামলা সে তুলনায় কিছুই নয়। সৌদিআরব তার তাবেদারকে রক্ষা করতে গিয়ে ইয়েমেনের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে। বিয়ে বাড়িতে, যাত্রীবাহি বাসে সৌদি হামলা নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাছাড়া হুতিরা নিজেদের আত্বরক্ষার্থে হামলা চালাচ্ছে, যাতে ইয়েমেনের সাধারণ মানুষের সমর্থন রয়েছে।
ইহুদি,খ্রিষ্টান,হিন্দু,বৌদ্ধ,
সৌদিতে হুতিদের আক্রমণ তাদের আত্মরক্ষার অংশ।ঝাঁকে ঝাঁকে বোমারু বিমান আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা করছ সৌদি বাহিনী। অনাহারে মরছে তারা।
AMIR
৭ মার্চ ২০২১, রবিবার, ৬:১৯সৌদি আরবে পার্শ্ববর্তী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দুদফা ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ---------এটা শুধু হুতিদের নয় , এটা প্রকারান্তরে পারস্য উপসাগরীয় একটি বড় শক্তিধর দেশের নিন্দা করা! বিবৃতির আগে এটা বাংলাদেশের জনগনের মত কি না তা বিবেচনায় নেওয়়া উচিত ছিলা।