× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার তৃণমূলের খেল খতম হবে: মোদি

অনলাইন


(৩ বছর আগে) মার্চ ৭, ২০২১, রবিবার, ৫:০৮ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ করেছে বিজেপি। ভরা ব্রিগেড দেখে ভাষণের শুরুতেই উচ্ছ্বাস প্রকাশ করে মোদি বলেন, ‘মনে হচ্ছে যেন ২রা মে এসে গিয়েছে।’ একই সঙ্গে তৃণমূলের ‘খেলা হবে’স্লোগানকে কটাক্ষ করে তার সাফ হুঁশিয়ারি, ‘বাংলায় এবার তৃণমূলের খেলা শেষ হবে।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মমতা সরকারকে ‘বিশ্বাসভঙ্গকারী’র সরকার বলে কটাক্ষ করেন তিনি।  চড়া সুরে বলেন, ‘রাজ্যবাসী সোনার বাংলা চায়। প্রগতিশীল বাংলা, উন্নয়নের বাংলা চায়। আপনারা দিদি-র হাতে বাংলার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে। কিন্তু এখন বাঙালি কোমর বেঁধেছে। এবার আসল পরিবর্তন হবেই।’

এদিন মোদির মুখে পশ্চিমবঙ্গের ‘আসল পরিবর্তন’-এর প্রতিশ্রুতি শোনা যায়।

এমনকি কি সেই ‘আসল পরিবর্তন’ তারও ব্যাখ্যা করেন মোদি। বলেন, ‘আসল পরিবর্তনের মন্ত্রই বিজেপি সরকারের ভিত্তি হবে। আসল পরিবর্তনের অর্থ যেখানে যুবকরা রোজগার পাবেন। যেখানে কাজের জন্য মানুষকে পালাতে না হয়। যেখানে বাণিজ্য হবে, বিনিয়োগ হবে, অত্যাধুনিক পরিকাঠামো থাকবে। যেখানে গরিবও এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। যেখানে প্রতিটি অঞ্চল ও বর্গের উন্নয়ন হবে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, গরিব থেকে আদিবাসী, সবার ওপরে সমান নজর দেয়া হবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস হবে। উন্নয়ন সবার হবে, তুষ্টিকরণ নয়। যেখানে অনুপ্রবেশ বন্ধ করা হবে।’

 

বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়নে নতুন সংকল্পের প্রতিশ্রুতি দিয়ে মোদি বলেন, ‘আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ। তার প্রধম ধাপ এই বিধানসভা নির্বাচন। আগামী ৫ বছর  ২৫ বছরের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। এটা বাংলাকে উন্নয়নের নতুন শিখরে পৌঁছানোর ভোট।  স্বাধীনতার ১০০ বছরে অর্থাৎ ২০৪৭ সালে বাংলা সারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অবস্থায় চলে আসবে।’

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর