× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সিরাজগঞ্জে যমুনা তীরে ‘মুজিব দর্শন’ উন্মোচন

বাংলারজমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
৮ মার্চ ২০২১, সোমবার

সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে হার্ড পয়েন্টে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইটি বইয়ের আদলে ‘মুজিব দর্শন’ ম্যুরাল। ‘কারাগারের রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামে দুই বইয়ের আদলে তৈরি করা হয়েছে এটি। যমুনার হার্ড পয়েন্টে স্থাপিত ম্যুরালটি রোববার সকাল সাড়ে ১১টার দিকে উন্মোচন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পানিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা পানি উন্নয়ন বোর্ড এ ম্যুরালটি তৈরি করেছে। এর চারপাশে নিরাপত্তা দেয়ালজুড়ে বঙ্গবন্ধুর ফটো গ্যালারি তৈরি হয়েছে অনেক আগেই। এখন যোগ হয়েছে “মুজিব দর্শন” নামের ম্যুরাল। বঙ্গবন্ধুর “কারাগারের রোজনামচা” ও “অসমাপ্ত আত্মজীবনী” বই দুটি ইতিহাস।
পরে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, জেলা প্রশাসক ফারুক আহম্মেদ, পুলিশ সুপার হাসিবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর