ঢাকা, ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ১০ রমজান ১৪৪২ হিঃ
সিলেটে সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়ে আসা ২৯ বস্তা চা পাতা উদ্ধার করে পুলিশ। গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওই চা পাতা উদ্ধার করে। উদ্ধার করা চা পাতার ওজন প্রায় ১১২২ কেজি। বাজারমূল্য সাড়ে ৩ লাখ টাকা। এ সময় পুলিশ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। সিলেট জেলা পুলিশ জানায়, রাতে গোপন তথ্যে গোয়েন্দা পুলিশের একটি দল জৈন্তাপুর থানাধীন লালাখাল সীমান্তবর্তী বারগাতি এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ তল্লাশি করে ২৯ বস্তা চা পাতা উদ্ধার করে। এ সময় ফখরুল ইসলাম নামের এক চোরাকারবারিকেও গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফখরুল বাঘেরখাল দলইপাড়া গ্রামের মাহমুদ আলীর ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর)-এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।