× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মাদ্রিদ ডার্বিতে ‘প্রাপ্য’ পেনাল্টি দেয়া হয়নি রিয়ালকে?

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২১, সোমবার

পাঁচ বছর পর মাদ্রিদ ডার্বিতে হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। লুইস সুয়ারেজের গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ শেষের দুই মিনিট আগে গোল করে রিয়ালের হার ঠেকান করিম বেনজেমা। নাটকীয়তায় ভরা ডার্বির ফল ছাপিয়ে গেছে রেফারির পেনাল্টি না দেয়ার সিদ্ধান্ত।

৪১তম মিনিটে কর্নার থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপের হাতে বল লাগে। রিয়াল ফুটবলারদের আবেদনের পরও পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। ভিএআর দেখেও আগের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। পেনাল্টি না দেয়ার ওই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয় রিয়াল কোচ জিনেদিন জিদানকে। এই ফরাসি কিংবদন্তি রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
তিনি বলেন, ‘আমি আগেও রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করিনি। এবারো এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আমরা সবাই জানি এটা (রেফারিং) বেশ কঠিন কাজ। রেফারির সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। সিদ্ধান্ত নিয়েছে রেফারি। এটা সম্পূর্ণ রেফারির দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এর মধ্যে জড়াতে পারি না। খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবি তুলেছিল। কিন্তু রেফারির কাছে তা মনে হয়নি।’

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের রেফারি বিশেষজ্ঞের মতামত নিয়ে প্রতিবেদন লিখেছে। সেখানে মার্কা’র রেফারি বিশেষজ্ঞ হিসেবে কাজ করা হুয়ান আন্দুজার অলিভার বলেছেন, রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। এর একটা ব্যাখ্যাও দিয়েছেন আন্দুজার অলিভার, ‘এটা অনিচ্ছাকৃত হ্যান্ডবল ছিল। ফিলিপে বলটা দেখেনি। যদি রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেন তাহলে ভুল সিদ্ধান্ত হতো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর