× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

ধনঞ্জয়াকে ছক্কায় ভাসিয়ে লঙ্কানদের জয় কেড়ে নিল উইন্ডিজ

খেলা

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২১, সোমবার

শেষ ১২ বলে ২০ রান করলেই সিরিজ ওয়েস্ট ইন্ডিজের। হাতে ৩ উইকেট। অন্যপ্রান্তে জেসন হোল্ডার ছিলেন। তবে এক ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে নায়ক ফাবিয়ান অ্যালেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেও কাইরন পোলার্ড এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন আকিলা ধনঞ্জয়াকে। এই অফ স্পিনারের দারুণ বোলিংয়ের পরও সেদিন হেরেছিলো শ্রীলঙ্কা। এবার ধনঞ্জয়ার এক ওভারে ৩ ছক্কাসহ ২০ রান তুলে নিয়ে উইন্ডিজকে জেতালেন অ্যালেন। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগায় সোমবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।
৪৬ রানেই ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দিনেশ চান্দিমাল ও আশেন বান্দারর ব্যাটে। দু’জনের অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটিতে ৪ উইকেটে ১৩১ রান করে শ্রীলঙ্কা। ৪ ওভাের ১৩ দিয়ে ১ উইকেট নেন ফাবিয়ান অ্যালেন।

লো স্কোরিং ম্যাচে ১০৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। আগের ৩ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকা ধনঞ্জয়ার হাতে বল তুলে দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। আস্থার প্রতিদান দিতে ব্যর্থ ধনঞ্জয়া। ১৯তম ওভারের প্রথম বলটি করেন লেগ স্টাম্পে শর্ট, বিশাল ছক্কায় উড়িয়ে দেন অ্যালেন। পরের বলে আসে ২ রান। তৃতীয় বলে ধনঞ্জয়া করেন ফুল টস। উপহার পেয়ে অ্যালেন কাজে লাগান আরেকটি ছক্কায়। পরের দুই বলে দুটি সিঙ্গেলের পর শেষ বলে স্লগ করে ছক্কা মেরে উল্লাসে ফেটে পড়েন অ্যালেন। লাকসান সান্দাকান ২৯ রানে ৩টি ও ভানিদু হাসারাঙ্গা ১৩ রানে নেন ২ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে শ্রীলঙ্কা। ১০ই মার্চ শুরু দু’দলের ওয়ানডে সিরিজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর