× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রতীপদর্শিনী

অনলাইন

উম্মে হাবীবা আফরোজা
(৩ বছর আগে) মার্চ ৮, ২০২১, সোমবার, ৫:৩৬ অপরাহ্ন

নির্ভরতার আশ্রয়ে,
      বিভীষিকাময় তপ্ত হৃদয়ে,
সভ্যতার শৃঙ্খলে, বিমূর্ত এক নাম "নারী"।।

ধ্বংসস্তপের মিছিলে,
        ছেঁড়া মানচিত্রের বীরাঙ্গনা বেশে,
কখনো তমু,কখনো বা নুসরাতের পাঁজর ভাঙ্গা আর্তনাদে
     অভিমানি এক প্রতিচ্ছবির নাম " নারী"।।

প্রত্যাখানের বিষাদ অনুরাগে,
     ব্যাকরণের জটিল সমীকরণে,
হত্যাযজ্ঞের তান্ডবলীলায়, ঘাত-প্রতিঘাতের
বিচূর্ণ এক নাম "নারী"।।

  অসীম ব্যবধানে, সংকটের কংক্রিটে,
মূমুর্ষু শহরের নাগরিক কোলাহলে,

  পুতুলরুপী আলোকসজ্জার নাম "নারী"।।

মিথ্যামায়াজালের গার্হস্থ্যনীতিতে,
   অবহেলিত কঙ্কাল মূর্তি
    অবয়বের আরেক নাম"নারী"।

তীব্র দহনে দগ্ধ হয়েও যে জ্বলে উঠেছো দীপ্ত আহ্বানে,
পুষ্পিত ভালোবাসায় সিক্ত ও ত্যাগের মহীমায় আলোকিত করেছো এই জগৎ সংসার,,,,
সেই হলো মহীয়সী এক নারী।।

সমস্ত ব্যবধান  ভোলে আজ
প্রজন্ম হোক সমতার,অধিকার পাক সমস্ত প্রতীপদর্শিনী।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর