× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

চমক থাকছে বাংলাদেশ গেমসে

খেলা

স্পোর্টস রিপোর্টার
৯ মার্চ ২০২১, মঙ্গলবার

১ থেকে ১০ই এপ্রিল হবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এরইমধ্যে মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) চত্বরে পাওয়া যাচ্ছে গেমসের আমেজ। বিওএ ভবন সুসজ্জিত হচ্ছে। গেমসের ব্যানার, ফেস্টুনের পাশাপাশি এবার বিওএ ভবনের সামনে সেঁটেছে একটি ছোট্ট জায়ান্ট স্ক্রিন। সেখানে শোাভা পাচ্ছে গেমসের লোগো। গতকাল স্কোয়াশ টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। গেমসের মূল আকর্ষণ থাকে উদ্বোধনী অনুষ্ঠানে।
করোনাকাল হলেও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চমক থাকছে জানিয়ে তিনি বলেন, ‘খুবই সুন্দর ও ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান হবে। যা কখনো আগে হয়নি, এমন কিছুই হবে। আশা করি সবাই চমক উপভোগ করবে।’
করোনা ভাইরাসের জন্য গত বছর গেমস স্থগিত ছিল। এখন করোনার প্রকোপ চলছে। মুজিববর্ষ বর্ধিত হওয়ায় করোনার মধ্যেও গেমস আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। গেমস আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে বিওএ। এ বিষয়ে বিওএ মহাসচিব বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি উচ্চ দক্ষতা সম্পন্ন মেডিক্যাল কমিটি করেছে। তারা গেমসের স্বাস্থ্যগত সকল বিষয় নিয়ে কাজ শুরু করেছে। আশা করি ভালো মতোই আমরা গেমস আয়োজন করতে পারবো।’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গেমস সম্পর্কে বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গেমস সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে সকল সহযোগিতা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী গেমসের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।’ বিওএ মহাসচিব শাহেদ রেজাও নিশ্চিত করেছেন গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেমসের মশাল আগামী ২৮শে মার্চ টুঙ্গিপাড়া থেকে রওনা হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর