× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মিলানের গোলে শীর্ষস্থান মজবুত করলো ইন্টার

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২১, মঙ্গলবার

সিরি আ’তে আতালান্তাকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ইন্টার মিলান। সোমবার রাতে সান সিরো স্টেডিয়ামে ১-০ গোলে জয় পায় অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। জয়সূচক একমাত্র গোলটি করেন মিলান স্ত্রিনিয়ার।
পুরো ম্যাচে বল দখলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসে ইন্টার মিলান। ম্যাচে ১৩টি শট নিয়েছে আতালান্তা, যার ৩টি লক্ষ্যে ছিল। অপরদিকে ৫ শটের একটি লক্ষ্যে ছিলো ইন্টার মিলানের।
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারতো ইন্টার মিলান। ষষ্ঠ মিনিটে আশরাফ হাকিমি লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে ডি-বক্সে বল বাড়ান। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে শট নেয়ার সুযোগ দেননি আতালান্তার রাফায়েল টলোয়।
নবম মিনিটে গোল করার সুযোগ আসে আতালান্তার।
ডি-বক্সের বাঁ পাশ দিয়ে ঢুকে ডুয়ান জাপাতার উদ্দেশ্যে নিচু ক্রস করেন রবিন গোসেন্স। কিন্তু কলম্বিয়ান স্ট্রাইকার বলে পা ছোঁয়াতে ব্যর্থ হন। ১৭তম মিনিটে ডি-বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকোনি লক্ষ্যভ্রষ্ট শট নেন জাপাতা।
২৪ মিনিটে আতালান্তার ডিফেন্স ভাঙ্গতে ব্যর্থ হন রোমেলু লুকাকু।
৩৮তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে জোরালো হেড করেন জাপাতা। দক্ষতার সঙ্গে ঝাঁপিয়ে বল ঠেকান ইন্টার মিলান গোলরক্ষক।
বিরতি থেকে ফিরে মিলান স্ত্রিনিয়ারের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। ৫৪ তম মিনিটে আতালান্তার ডি-বক্সে জটলার মধ্যে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই স্লোভাকিয়ান ডিফেন্ডার। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো। আতালান্তার গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি লুকাকু।
২৬ ম্যাচে ১৯ জয়, ৫ ড্র এবং ২  হারে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান ইন্টার মিলানের। সমান ম্যাচে ১৪ জয়, ৭ ড্র এবং ৫ হারে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আতালান্তা।
৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে এসি মিলান এবং ৫২ পয়েন্ট নিয়ে তিনে জুভেন্টাস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর