× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ফেদেরারকে টপকে নজির গড়লেন জকোভিচ

খেলা

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২১, মঙ্গলবার

রজার ফেদেরারকে টপকে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন নোভাক জকোভিচ। এটিপি র‌্যাংকিংয়ে শীর্ষে থাকার নিরিখে ৩১১ সপ্তাহে পা দিলেন এই সার্বিয়ান তারকা। ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার নজির ছিল ২০টি মেজর জয়ী ফেদেরারের।
গত মাসে রড লেভার অ্যারেনায় ক্যারিয়ারের নবম খেতাব জিতে গ্র্যান্ড স্ল্যাম ট্যালি ১৮-তে নিয়ে গিয়েছেন নোভাক। এবার নতুন রেকর্ড গড়ে উচ্ছ্বসিত জকোভিচ। আল জাজিরা টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানালেন, এই রেকর্ড আসন্ন টুর্নামেন্ট এবং বছরের পরবর্তী গ্র্যান্ড স্ল্যামগুলোর আগে আরও উদ্বুদ্ধ করবে। তিনি বলেন, ‘এটা শুধু আমার জন্য নয়। আমার পরিবার-প্রিয়জনদের কাছেও বিশাল এক অর্জন।
আমার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকে তারা প্রত্যেকে আমায় সমর্থন জুগিয়ে এসেছেন। তবে আমি এই মাইলফলকটি সম্পর্কে খুব একটা সচেতন ছিলাম না।’
গতবছর অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জয়ের পর ফেব্রুয়ারিতে নাদালের থেকে র‌্যাংকিংয়ের সিংহাসনটা ছিনিয়ে নেন জকোভিচ। সেই থেকে শীর্ষেই তিনি। ক্যারিয়ারে সবমিলিয়ে ৩১১ সপ্তাহ। ২০০৫ জুলাইতে কেরিয়ারে প্রথমবার র‌্যাংকিংয়ে প্রথম একশোয় প্রবেশ করেন নয়টি অস্ট্রেলিয়ান ওপেনের মালিক।
ঠিক পরের বছরে, অর্থাৎ ২০০৬ জুনে প্রথম পঞ্চাশে প্রবেশ জকোভিচের। ওই বছরেই অক্টোবরে প্রথম বিশে চলে আসেন তিনি। ২০০৭ সালের মার্চ মাসে প্রথমবার র‌্যাংকিংয়ে প্রথম দশে পা রাখেন জোকার। ২৪ বছর বয়সে ৪ জুলাই, ২০১১ প্রথমবার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন জকোভিচ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর