× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

জামালকে নিয়েই ২৪ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের, দলে নতুন মুখ ৫

খেলা

স্পোর্টস রিপোর্টার
৯ মার্চ ২০২১, মঙ্গলবার

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে না আফগানিস্তান। তাই নেপালে অনুষ্ঠেয় তিন দেশীয় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২৩ থেকে ২৯শে মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। প্রায় একই সময়ে ভারতের আই লীগে কলকাতা মোহামেডানের খেলা থাকায় নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া খেলবেন কি না, এনিয়ে সংশয় ছিলো। সব জল্পনার অবসান ঘটিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়েই নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাফুফে।

২৪ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা হয়েছে ৫ জনের। এরা হলেন- বসুন্ধরার রিমন হোসেন, মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ, মুক্তিযোদ্ধার ৩জন- মোহাম্মদ ইমন, মেহেদী হাসান উজ্জ্বল ও মেহেদী হাসান রয়েল। আর বাদ পড়ার মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো- তপু বর্মণ, মামুনুল ইসলাম মামুন, সুশান্ত ত্রিপুরা, এম এস বাবলু, রায়হান হাসান, তৌহিদুল সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, নাবীব নেওয়াজ জীবন ও ইয়াসিন খান।

এই দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে।
এই ২৪ জন খেলোয়াড় নিয়েই নেপালে খেলবে বাংলাদেশ। এর মধ্যে কেউ চোটে পড়লে তখন স্ট্যান্ডবাই থেকে খেলোয়াড় নেওয়া হবে। স্ট্যান্ডবাই তালিকায় জায়গা পাওয়া ৭ ফুটবলারই ২৩ বা এর চেয়ে কম বয়সী। সবশেষ বাংলাদেশ খেলেছিল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে। ম্যাচটি হয়েছিল দোহায়। এবার নেপালের তিন জাতির প্রতিযোগিতাকে সামনে রেখে এই দল নিয়েই আবাসিক ক্যাম্প শুরু হবে আগামী ১৩ই মার্চ।

২৪ সদস্যের বাংলাদেশ দল:
গোলরক্ষক:
 আনিসুর রহমান জিকো, আশরাফুল রানা ও শহীদুল আলম সোহেল।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, রহমত মিয়া, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান উজ্জ্বল ও হাবিবুর রহমান সোহাগ।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।
ফরোয়ার্ড: মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল, সাদ উদ্দিন, সুমন রেজা, বিপলু আহমেদ ও মেহেদী হাসান রয়েল।

স্ট্যান্ডবাই: (গোলরক্ষক) মিতুল মারমা (উত্তর বারিধারা)।
ডিফেন্ডার: মোহাম্মদ আতিকুজ্জামান (মোহামেডান)।
মিডফিল্ডার:ফয়সাল আহমেদ ফাহিম (সাইফ স্পোর্টিং), রহীম উদ্দিন (সাইফ স্পোর্টিং), ইমরান হাসান রিমন (সাইফ স্পোর্টিং), আবু সাঈদ (সাইফ স্পোর্টিং)।
ফরোয়ার্ড: মোহাম্মদ জুয়েল (পুলিশ এফসি)।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর