ফেনীর সোনাগাজীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও ছবি বিকৃত করার অভিযোগে নুরুল আফসার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা। গত সোমবার রাতে ফেনী জেলা পরিষদ সদস্য ও সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক হোসেন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অভিযুক্ত যুবক নুরুল আফসার উপজেলার আহমদপুর গ্রামের টেন্ডলবাড়ীর সিরাজুল ইসলামের ছেলে। সে জনতা ব্যাংক স্থানীয় মতিগঞ্জ শাখায় চুক্তিভিত্তিক পিয়ন (এমএলএসএস) হিসেবে কর্মরত রয়েছে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
নাম দিয়া কাম কি?
৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৫:৪৭
আমি বুঝি না, এতো সাহস পায়, কই? এইটা কি ইউরোপ বা আমেরিকা?
নাম দিয়া কাম কি?
৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ৫:৪৭আমি বুঝি না, এতো সাহস পায়, কই? এইটা কি ইউরোপ বা আমেরিকা?