বিলিনিয়রদের ‘এলিট ক্লাবে’ যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন তারকা কিম কারদাশিয়ান। এই শ্রেণিকে বলা হয় অতি-ধনী যাদের মোট অর্থের পরিমাণ ১ বিলিয়ন ডলারের বেশি। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, বর্তমানে কিম কারদাশিয়ানের মোট অর্থের পরিমাণ ১ বিলিয়ন ডলার বা ৭২০ মিলিয়ন ইউরো ছাড়িয়েছে। নিজের কসমেটিকস ও ফ্যাশন ব্যবসাই তার এই অর্থের প্রধান উৎস। সঙ্গে রয়েছে টেলিভিশন অনুষ্ঠান ও বিনিয়োগ থেকে উঠে আসা অর্থও।
বর্তমানে ফোর্বসের বিলিনিয়র তালিকায় আছেন ২ হাজার ৭৫৫ জন। এরমধ্যে সবার আগে আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তার মোট সম্পত্তি ১৭৭ বিলিয়ন ডলার। গত বছর আরো বেশ কয়েকজন আমেরিকান এই তালিকায় যুক্ত হয়েছেন।
এরমধ্যে রয়েছে ডেটিং অ্যাপ বাম্বলের প্রতিষ্ঠাতা হুইটনি উলফ, চলচিত্র নির্মাতা টেইলর পেরি ও ক্যাসিনো মালিক মিরিয়াম অ্যাডেলসন।
Nam Nai
৭ এপ্রিল ২০২১, বুধবার, ৭:০২There are many politician billionaires in Bangladesh like SHW, Sheikh Rehana, Sajib Joy, Saima Putul, Sheikh Salim, Sheikh Helal, OK, Asaduzzaman, and all Sheikh members and Awami League politicians.