× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মোবাইল নেটওয়ার্ক সেবায় বিঘ্ন

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার

তরঙ্গ বিন্যাসের কারণে আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক সেবায় কিছুটা বিঘ্নের ঘটনা ঘটে। গতকাল রাত ১১টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত বিঘ্ন ঘটতে পারে বলে আগেই জানিয়েছিলো টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানী ও আশেপাশের বেশকিছু এলাকা থেকে মোবাইল নেটওয়ার্কের বিঘ্নের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অনেক গ্রাহক এ নিয়ে অভিযোগও জানিয়েছেন। বিটিআরসি’র (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ই এপ্রিল রাত ১১টা থেকে ৮ই এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে। এর আগে ২৯শে মার্চ গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বিটিআরসি জানায়, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১লা এপ্রিল রাত ১১টা থেকে ২রা এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা এবং দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ই এপ্রিল রাত ১১টা থেকে ৮ই এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ তথ্য জানিয়ে মোবাইল গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। সমপ্রতি অনুষ্ঠিত নিলামের মাধ্যমে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়া হয়েছে।
টেলিটক নতুন কোনো তরঙ্গ বরাদ্দ নেয়নি। তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলোকে তাদের তরঙ্গ পরিবর্তন করতে হবে। অপারেটরগুলো ৯ই এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেবে বলে জানা গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর