× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

বাস্কেটবলে চ্যাম্পিয়ন নৌবাহিনী

খেলা

স্পোর্টস রিপোর্টার
৯ এপ্রিল ২০২১, শুক্রবার

পুরুষ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল ধানমণ্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৫৭-৫২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জেতে নৌবাহিনী। বিজয়ী দলের হয়ে সর্বোচ্চ ২২ পয়েন্ট স্কোর করেন শোয়েব। মিথুন স্কোর করেন ১৩ পয়েন্ট। সেনাবাহিনীর হয়ে তনু করেন সর্বোচ্চ ২২ পয়েন্ট। ১০ পয়েন্ট করেন বরকত। ফাইনাল শেষে নৌবাহিনী, সেনাবাহিনী, রাজশাহী জেলার (চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান) খেলোয়াড়দের পদক ও সনদ তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

নারী হ্যান্ডবলে স্বর্ণ আনসারের
নারী হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। গতকাল শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণ জিতে নেয়।
প্রথমার্ধ শেষে ২২-৭ গোলে এগিয়ে ছিল ২০১৩ বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা। আনসারের খাদিজা আক্তার সর্বোচ্চ ৮ গোল করেন। পুলিশের ২০ গোলের মধ্যে রুবিনা বেগম একাই করেন ১০ গোল। ব্রোঞ্জ জিতেছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে। খেলা শেষে বিজয়ীদের পদক তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।

বক্সিংয়ে রবিনের আক্ষেপ শামীমার চমক
পারলেন না আনসারের বক্সার রবিন মিয়া। সাউথ এশিয়ান (এসএ) গেমসে সোনা জেতার আক্ষেপ মেটাতে পারলেন না বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে। গতকাল ৫৬ কেজিতে সেনাবাহিনীর সেলিমের কাছে প্রথম বাইটে পরাস্ত হন। দ্বিতীয় বাউটে সমানতালে লড়লেও শেষ বাউটে ভাল করেন। কিন্তু তাতেও তার ভাগ্যের শিঁকে ছেড়েনি। রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের (্‌আইবা) গত বছরের সেরা বক্সার হিসেবে সনদ পেয়ে খুশী তিনি। তিনি বলেন, ‘স্বর্ণপদক জিততে পারিনি, আক্ষেপ রয়েই গেল। তবে গত বছরের জন্য আইবার ভালো বক্সার হিসেবে সনদ পেয়ে কিছুটা ভালো লাগছে।’ এদিকে চমক দেখিয়েছেন আনসারেরই নারী বক্সার শামীমা আক্তার। আপাতদৃষ্টিতে ভালো না খেললেও পয়েন্টের দিক দিয়ে সেনাবাহিনীর অনিতা ইসলামকে হারিয়ে পদক জিতে চমক দেখিয়েছেন শামীমা। গেমসের বক্সিং ডিসিপ্লিনে সেরা হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। তারা পাঁচটি স্বর্ণ, দু’টি রুপা ও দু’টি ব্রোঞ্জপদক জিতেছে। তিনটি করে স্বর্ন ও রুপা এবং দু’টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ পুলিশ দু’টি করে রুপা ও ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয়েছে। বৃহস্পতিবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী পারভেজ উপস্থিত ছিলেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর