× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

লঙ্কাতেই হবে টাইগারদের মূল দল ঘোষণা

খেলা

স্পোর্টস রিপোর্টার
৯ এপ্রিল ২০২১, শুক্রবার

১২ই এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে কারা খেলবেন তা এখনো জানা যায়নি। আর দল সফরে না যাওয়া পর্যন্ত জানা যাচ্ছে না মুমিনুল হক সৌরভের নেতৃত্বে মাঠে নামবেন কারা! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দৈনিক মানবজমিনকে জানিয়েছেন লঙ্কা সফরে পৌঁছেই ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। তার আগে দেয়া হবে ২১ সদস্যের প্রাথমিক দল। তিনি বলেন, ‘আমরা দেশ ছাড়ার আগে ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবো। সেখানে (শ্রীলঙ্কা) পৌঁছে মূল স্কোয়াড দিয়ে দেবো। সেখানে আয়োজকরা আমাদের নেট বোলার দেবে না। তাই আমাদের অতিরিক্ত বোলার নিতে হবে।
আবার প্রস্তুতি ম্যাচের জন্যও ক্রিকেটার প্রয়োজন। সেই সঙ্গে কারোনার বর্তমান পরিস্থিতিতো আছেই। এসব কারণেই আমরা বড় বহর নিয়ে সেখানে যাচ্ছি। যেন কোনো ধরনের বিকল্প নিয়ে আমাদের ভাবতে না হয়। করোনার কারণে দেশগুলোর যে কোয়ারেন্টিন নীতি, সেখানে আমরা কোনো বাড়তি ক্রিকেটার প্রয়োজন পড়লে দেশ থেকে নিয়ে খেলাতে পারবো না।’ গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে শ্রীলঙ্কা সফরের জন্য অনুশীলন শুরু করেছে টাইগাররা। সকালেই মাঠে অনুশীলন করতে চলে আসেন দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহীম। নিউজিল্যান্ড সফরে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন টেস্ট সিরিজের জন্য। এছাড়াও অধিনায়ক মুমিনুল, উইকেটকিপার -ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাইফ হাসান, সাদমান ইসলাম, তাসকিন আহমেদসহ বেশ কয়েকজন ক্রিকেটার মিরপুর শেরেবাংলা মাঠে লঙ্কা সফরের জন্য ঐচ্ছিক অনুশীলনে অংশ নেন। দুপুরের দিকে ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন বোলিং কোচ ওটিস গিবসন, নয়া ব্যাটিং কোচ জন লুইস। সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকায় থাকা জাতীয় দলের ক্রিকেটারদের বেশির ভাগই অনুশীলন করতে মিরপুর মাঠে উপস্থিত হন। অন্যদিকে আজ ছুটি কাটিয়ে দেশে ফিরে আসবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। নিউজিল্যান্ড সফর শেষে তিনি ছুটি নিয়ে ইংল্যান্ডে পাড়ি দেন। বলা হচ্ছিল কোচ এসেই কিছু নতুন ক্রিকেটারকে দলে সম্পৃক্ত করবে। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘না, কোচ আসার আগে ২১ সদস্যের প্রাথমিক দল আমরা চূড়ান্ত করে রেখেছি। তিনি সেখান থেকে শ্রীলঙ্কাতে গিয়েই অনুশীলন দেখে মূল স্কোয়াড তৈরি করবেন।’ অন্যদিকে দল ঘোষণায় বিলম্ব নিয়ে উঠছিল অনেক প্রশ্ন। তবে জানা গেছে ক্রিকেটার ও টিম ম্যানেজম্যান্টে থাকতে পারে এমন সকলের করোনা টেস্ট করিয়ে দেয়া হবে প্রাথমিক দল। এর মধ্যে নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় থাকা ক্রিকেটারদের  কোভিড-১৯ পরীক্ষ হয়েছে বুধবার। বিসিবির মেডিক্যাল বিভাগের সূত্রে জানা গেছে সবাই করোনা নেগেটিভ। এছাড়াও ঢাকার বাইরে যারা ছিলেন গতকাল এসে তারাও কোভিড-১৯ নমুনা দিয়েছেন। শ্রীলঙ্কা সরকারের করোনা আইন অনুসারে বাংলাদেশ দলের সঙ্গে যাবে এমন প্রত্যেক সদস্যের দুটি কোভিড-১৯ টেস্টের নেগেটিভ ফলাফল নিয়ে  যেতে হবে। এ বিষয়ে বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘নিউজিল্যান্ড থেকে আসার পর আমরা একটি করোনা টেস্ট করিয়েছি ক্রিকেটারদের। সেখানে সবাই নেগেটিভ। এবার শ্রীলঙ্কার নিয়ম অনুসারে ৯, ১০  ও ১১ই  এপ্রিল আরো দুটি পরীক্ষা করাবো। সব মিলিয়ে টিম ম্যানেজম্যান্টসহ ৩০ থেকে ৩৫ জনের কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হবে। সেখানে (শ্রীলঙ্কায়) গিয়ে আমাদের গোটা দলকে ৩ দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে বাধ্যতামূলক। এরপর আরো চারদিন কোয়ারেন্টিনে থাকলেও পাবে অনুশীলনের সুবিধা।’ এছাড়াও প্রধান চিকিৎসক জানিয়েছেন ইনজুরি আক্রান্ত মুশফিকুর রহীম এখন বেশ ভালো আছেন। লঙ্কা সফরে যেতে তার কোনো সমস্যা নেই। আগামী ২১শে এপ্রিল শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের প্রথম ম্যাচ। দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৯শে এপ্রিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল গেল বছর জুন-জুলাইয়ে। তবে করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। এরপর ফের সেই বছরই অক্টোবরে সিরিজটি আয়োজনের চেষ্টা করে দুই বোর্ড। কিন্তু সেই সময় লঙ্কানদের দেয়া ১৪ দিনের রুম কোয়ারেন্টিন মেনে নেয়নি বাংলাদেশ। তাই সিরিজটি ফের স্থগিত হয়ে যায়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর