× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘অমায়িক এবং ভালো মনের মানুষ ছিলেন’

বিনোদন

স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল ২০২১, শুক্রবার

কিংবদন্তি সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী করোনা আক্রান্ত হয়ে চলে গেছেন। ৭ই এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ শিল্পীর স্মৃতিচারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরোক শিল্পী তিমির নন্দী। তিনি তার পোস্টে লিখেন, চলে গেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, শ্রদ্ধেয় ইন্দ্রমোহন রাজবংশী! মরমী শিল্পী, শ্রদ্ধেয় আব্দুল আলীম-এর প্রয়াণের পর যার কন্ঠে লোকসঙ্গীত মানুষের অন্তর ছুঁয়ে গেছে। জানতে পেরেছিলাম তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। সম্ভবত গত ৩১শে মার্চ ইন্দ্রদা হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে আমরা অনেকেই তার নম্বরে ফোন করেছি, কিন্তু তিনি ধরেননি। ৬ই এপ্রিল সন্ধ্যা ৭:২৮ মিনিটে আমি আবারও দাদাকে ফোন দিই, কিন্তু কেউ ধরেননি।
অবশেষে  ইন্দ্রদা'র প্রয়াণের খবর পেয়ে আমি মর্মাহত! ভীষণ অমায়িক এবং ভালো মনের মানুষ ছিলেন। আমাকে ছোটভাই হিসেবে খুব স্নেহ করতেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকেরা একত্র হলেই আমি খুব মজা করি, যা ইন্দ্রদা খুব উপভোগ করতেন। সদা হাস্যজ্বল এই বীর মুক্তিযোদ্ধা'র প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি! পুনশ্চ:- কোন কোন অনলাইন পত্রিকায় দেখলাম, তারা লিখেছেন যে, ইন্দ্রদা বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানের রিহার্সালে মাথা ঘুরে পড়ে যান। তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তবে তিনি অসুস্থ ছিলেন। কারণ, আমি উক্ত অনুষ্ঠানে যুক্ত ছিলাম এবং তার সাথেই ছিলাম। উক্ত অনুষ্ঠানে আমাদের আরও সহযোদ্ধা যারা ছিলেন, তারা হলেন শ্রদ্ধেয় কন্ঠশিল্পী রফিকুল আলম, বুলবুল মহলানবীশ, শাহীন সামাদ এবং ডালিয়া নওশীন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর