× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

মহিলা হকিতে নড়াইল চ্যাম্পিয়ন

খেলা

স্পোর্টস রিপোর্টার
১০ এপ্রিল ২০২১, শনিবার

আন্তঃজেলা ও যুব গেমস চ্যাম্পিয়ন ঝিনাইদহকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস মহিলা হকির স্বর্ণ জিতেছে নড়াইল জেলা দল। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দ্বিতীয় কোয়ার্টারে (১৮ মিনিট) নড়াইলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নমিতা কর্মকার। শেষদিকে ঝিনাইদহ বেশ কয়েকটি আক্রমণ করলেও নড়াইলের গোলরক্ষক কাজল বিশ্বাসের দৃঢ়তায় প্রতিহত হয়। ম্যাচ শেষে নড়াইলের কোচ ওস্তাদ ফজলু বলেন, মেয়েরা আমার স্বপ্ন পূরণ করেছে। আমার জীবনে রৌপ্য পদক পেয়েছি এবার মেয়েরা স্বর্ণ উপহার দিয়েছে। টোটালি মেয়েদের খেলা অনেক উন্নতি করেছে। এদেরকে ধরে রাখতে হবে। ঝিনাইদহের কোচ জামাল হোসেন বলেন, আমাদের ব্যাডলাক।
কয়েকটি সহজ সুযোগ নষ্ট হয়েছে। হাইভোল্টেজ ম্যাচে এমন সুযোগ বারবার আসে না। তারপরও মেয়েরা শেষ পর্যন্ত হাল ছাড়েনি। ওদের স্পিরিট ধরে রাখতে হবে। এদিকে গেমস মহিলা হকিতে দিনাজপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে কিশোরগঞ্জ জেলা দল।

নারীতে আনসার, পুরুষ কাবাডিতে সেরা বর্ডার গার্ড
বিমান বাহিনীকে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কাবাডির সোনা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বিমান বাহিনীকে ২৪-২২ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় বিজিবি। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

বড় ভাই ও  ছোট ভাইয়ের লড়াই- এমন কথা আগেই চাউর হয়ে যায়। ফলে কাবাডি অঙ্গণে উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ে খেলার আগেই। তাই করোনা ভীতি কাটিয়ে দর্শকও ছিল চোখে পড়ার মতো। খেলার পরতে পরতে ছড়িয়ে ছিল প্রতিদ্বন্দ্বিতার রেশ। এক সময় ১০-২০ পয়েন্টে এগিয়ে যায় জাতীয় দলের সাবেক তারকা জিয়াউর রহমানের বিজিবি। কিন্তু খেলার বিরতিতে বড় ভাই আবদুল জলিলের টোটকায় বিমান বাহিনী পয়েন্ট কমিয়ে আনে ২০-২২ এ। শেষ রক্ষা আর হয়নি বিমানের। শেষতক ২৪-২২ পয়েন্টে হেরে যায় তারা। বড় ভাইয়ের দলকে হারিয়ে প্রথম বারের মতো বাংলাদেশ গেমসের শিরোপার স্বাদপান জিয়া। বড় ভাইকে হারানো প্রসঙ্গে জিয়া বলেন, ‘এই প্রথম বড় কোন আসরে বড় ভাইয়ের দলকে হারালাম। তাই খুব আনন্দ হচ্ছে। তবে দিনশেষে উনি (আবদুল জলিল) আমার বড় ভাই। শ্রদ্ধার পাত্র।’ আবদুল জলিল বলেন, ‘হেরে গেছি বলে মন খারাপ। তবে ভাল লাগছে ছোট ভাইয়ের কারিশমা দেখে। খুব ভালো অনুশীলন করিয়েছে শিষ্যদের।’ এদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ১৫-১৪ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে নড়াইল জেলা ও ফরিদপুর জেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন।

রোইংয়ে দুই বিভাগে সেরা কেরানীগঞ্জ
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে রোইংয়ে সেরা কেরানীগঞ্জ। পুরুষ এবং নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতেছে তারা। রাজধানীর হাতিরঝিলে হয় দিনব্যাপী রোইং ইভেন্ট। পুরুষ ইভেন্টে আলী নগর রোইং ক্লাব আর নারীদের বিভাগে স্বর্ণ জিতেছে চুনকুটিয়া রোইং ক্লাব। নারীদের বিভাগে অংশগ্রহণকারী তিনটি দলই ঢাকার। রৌপ্য জিতেছে ইউনিভার্সেল রোইং ক্লাব আর ব্রোঞ্জ গিয়েছে নিউ ইয়াং স্টার রোইং ক্লাবের কাছে। একটি নৌকায় বৈঠা হাতে ছিলেন ছয় নারী রোয়ার। স্বর্ণজয়ী দলের দলপতি চঞ্চলা রায় পদক পেয়ে খুশির কথা জানিয়েছেন। তবে অনুশীলনের সুযোগ পেলে বৈঠা হাতে আর ভালো করতে পারতেন বলে মনে করেন এই রোয়ার। পুরুষদের বিভাগে অংশ নিয়েছে পাঁচ দল। স্বর্ণজয়ী আলী নগর রোইং ক্লাবের দলপতি মনির হোসেন বলেন, ‘করোনা শুরু হওয়ার পর গত দু’বছর পানিতে বৈঠা হাতে নামা হয়নি। ঐতিহাসিক এই গেমসে খেলতে পেরে সরকার এবং ফেডারেশনের কাছে কৃতজ্ঞ।’ আগামীতে আরো আরো বড় আসরে দেশের পতাকা হাতে খেলার স্বপ্ন দেখেন মনির। পুরুষদের বিভাগে রৌপ্য জিতেছে নিউ গাজী ক্লাব আর ব্রোঞ্জ গেছে বরিশাল রোইং ক্লাবের কাছে। দশজন রোয়ার ছেলেদের একদলে বৈঠা হাতে ছিলেন। বাংলাদেশ রোইং ফেডারেশনের সদস্য মো. রাশিম মোল্লা রোইংয়ের ভেন্যু নিয়ে আপেক্ষ করে বলেন, রোইংয়ের জন্য নির্দিষ্ট একটি ভেন্যু পেলে এদেশের রোইং অনেকদূর এগিয়ে যেতো। হাতিরঝিল কিংবা উত্তরা লেক বরাদ্দ দিলে রোইংয়ের একটা গতি হতো।

শেষদিনে ভারোত্তোলনে ৯ রেকর্ড
ময়মনসিংহে একের পর এক রেকর্ড গড়ছেন ভারোত্তোলকরা। গেমসের ভারোত্তোলন শেষদিনে নারী বিভাগে চার ও পুরুষ বিভাগে পাঁচ মিলিয়ে নয়টি রেকর্ড হয়েছে। এনিয়ে ভারোত্তোলনে মোট রেকর্ডের সংখ্যা দাঁড়ালো ২৭টি। নারীদের ৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন। নারীদের ঊর্ধ্ব-৮৭ কেজি ওজন বিভাগে স্ন্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের সোয়াইবা রোকাইয়া। পুরুষদের ঊর্ধ্ব-১০৯ কেজি ওজন বিভাগে স্ন্যাচ, ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী। ১০৯ কেজি ওজন বিভাগের ক্লিন এন্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর আব্দুল্লাহ আল মোমিন। ৮৭ কেজি ওজন শ্রেণিতে তিন ক্যাটাগরিতে রেকর্ড গড়ে সোনা জয়ের পথে স্ন্যাচে ৬২, ক্লিন এন্ড জার্কে ৭৬, মোট ১৩৮ কেজি তুলেছেন তানিয়া খাতুন। ভারোত্তোলনের ২০ ইভেন্টে সমান, ১০টি করে সোনা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর