× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাজনগরে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বাংলারজমিন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, রবিবার

 মৌলভীবাজারের রাজনগরে অগ্নিকাণ্ডে বাছুরসহ ৪টি গরু, ২টি ছাগল, নগদ ১ লাখ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মোস্তফা বকসের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মোস্তফা বকসের ছোট ভাই মতছির বকসের গরুর ঘরে আগুন লাগে। এ সময় গরুরঘরের পাশে থাকা মোস্তফা বকসের বসতঘরেও আগুন বিস্তার লাভ করে। আগুন জ্বলতে দেখে বাড়ির বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। এই অগ্নিকাণ্ডে মোস্তফা বকসের নগদ ১ লাখ টাকা, আসবাবপত্র ও মতছির বকসের ৪টি গরু ও ২টি ছাগল পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, গরুর ঘরে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর