× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনা সংক্রমণ ঝুঁকিতে মৌলভীবাজার

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১১ এপ্রিল ২০২১, রবিবার

করোনা সংক্রমণের ঝুঁকিতে দেশের মধ্যে শীর্ষে প্রবাসী ও পর্যটন অধ্যুষিত এ জেলাটি। এ জেলায় দিন দিন যেমন বাড়ছে আক্রান্তের পরিসংখ্যান। তেমনি বাড়ছে মৃত্যুও। তবে জেলায় পিসিআর ল্যাব না থাকায় সিলেট ও ঢাকায় নমুনা পাঠাতে হচ্ছে। আর ওই নমুনাগুলো পরীক্ষা শেষে ধীরগতিতে আসছে রিপোর্ট। তাই জেলাজুড়ে নমুনা যেমন ঢালাওভাবে সংগ্রহ হচ্ছে কম। তেমনি সংগৃহীত নমুনার ফলাফলও পেতে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন বেশি করে নমুনা পরীক্ষা হলে জেলার করোনা সংক্রমণের ভয়াবহ চিত্র উঠে আসবে।
এ অবস্থায় দ্রুত ল্যাব স্থাপনের দাবি জেলাবাসীর। মার্চ মাসে মৌলভীবাজারে করোনা আক্রান্তের হার ছিল ৫ শতাংশের নিচে। ওই মাসের শেষ সপ্তাহ থেকে আক্রান্তের হার দাঁড়ায় ২২ থেকে ৩০ শতাংশে। আর চলতি মাসে এই হার কমবেশি অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায় করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষার জন্য ঢাকা এবং সিলেটের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এর মধ্যে পজেটিভ এসেছে ২ হাজার ১১০টি এবং নেগেটিভ এসেছে ১০ হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষার ফল। ফলোআপ টেস্টেও ১৩০ নমুনার ফল পজেটিভ এসেছে। নষ্ট হয়েছে ৬২৫টি নমুনা। জেলায় বর্তমানে করোনার আক্রান্ত রোগীর সংখ্যা ১৬০। এর মধ্যে তিনজন হাসপাতালে, অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন। সর্বশেষ শুক্রবার সিভিল সার্জন অফিস জানায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ শতাংশ। এদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২২ জন, শ্রীমঙ্গলের ৩ জন, রাজনগরের ১ জন এবং কমলগঞ্জের ১ জন রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩৮ জন। মারা গেছেন ২৫ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন। সিভিল সার্জন ডা. চৌধুরী মো. জালাল উদ্দিন মোর্শেদ বলেন, এ জেলায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই অধিক সংখ্যায় পরীক্ষার জন্য এখানে পিসিআর ল্যাব জরুরি। তাই দ্রুত পিসিআর ল্যাব স্থাপনেরও প্রক্রিয়া চলছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর