× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /কোচবিহারে রাজনৈতিক নেতাদের ৭২ ঘণ্টা প্রবেশ নিষেধ, পঞ্চম দফায় প্রচারের সময়সীমা কমালো কমিশন

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) এপ্রিল ১১, ২০২১, রবিবার, ৯:৩০ পূর্বাহ্ন

ভারতীয় সংবিধানের ৩২৪ ধারায় নির্বাচন কমিশনকে যে বাড়তি ক্ষমতা দেয়া হয়েছে তা অবশেষে প্রয়োগ করলো কমিশন। কোচবিহারে ভোটের সময় শীতলকুচিতে সি আই এস এফ  জওয়ান দের  গুলিবর্ষনে চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রোববার বিকেল থেকে ৭২ ঘণ্টা কোনো দলের রাজনৈতিক নেতারা কোচবিহার জেলায় প্রবেশ করতে পারবেন না। যে চারজনের গুলিতে মৃত্যু হয়েছে তাদের শেষকৃত্যতেও রাজনৈতিক অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে। এছাড়াও কমিশন পঞ্চম দফা ভোটের জন্যে নয়া নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় পঞ্চম দফার জন্য প্রচারের সময়সীমা কমানো হয়েছে। এতদিন ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হত। এবার পঞ্চম দফায় ভোটের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। এদিকে কোচবিহারের শীতলকুচিতে গুলি চালনার ঘটনা নিয়ে কমিশনের দুই পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিবেক দুবে তাদের রিপোর্ট জমা দিয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে প্রায় ১৫০ জন মানুষ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বুথ আক্রমণ করে। ভোটারদের  নিরাপত্তার জন্যে এবং ভোটকর্মীদের বাঁচাতে, নিজেদের রক্ষা করতে গুলি না চালিয়ে উপায় ছিল না। রিপোর্টে বিনা প্ররোচনায় গুলি চালনার কথা দৃঢভাবে অস্বীকার করা হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর