× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সাকিবের রাজসিক প্রত্যাবর্তন

খেলা

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২১, রবিবার

সময়ের হিসেবে ১৪৫১ দিন পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামলেন সাকিব। কেকেআরের জার্সিতে টাইগার অলরাউন্ডারের প্রত্যাবর্তনটা হলো রাজকীয়।

আরো পড়ুন:আইপিএলে জয়ের ভেলায় সাকিবের ফেরা

আট বিদেশির মধ্যে সাকিব একাদশে সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয়ের শুরুটা নিলামের পর থেকেই। গত ফেব্রুয়ারিতে হওয়া নিলাম থেকে দুইবারের শিরোপাজয়ীরা ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে অনেক হিসেব কষেই। সেটার প্রমাণ পাওয়া গেল কলকাতার প্রথম ম্যাচেই। যদিও চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেট একাদশে সাকিবের সুযোগ পাওয়ার অন্যতম কারণ। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি বিশ্বসেরা অলরাউন্ডার। ৭১৯ দিন পর আইপিএলে বল হাতে প্রথম ডেলিভারিতেই স্ট্যাম্প গুঁড়িয়ে দেন ঋদ্ধিমান সাহার। আইপিএলে সাকিব সবশেষ মাঠে নেমেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়েই, ২০১৯ সালের ২৩শে এপ্রিল চেন্নাইয়ের বিপক্ষে।
আর কলকাতার হয়ে শেষ ম্যাচটি সাকিব খেলেছিলেন ২০১৭ সালের ২১শে এপ্রিল, গুজরাট লায়ন্সের বিপক্ষে।

রোববার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ব্যাট হাতে সাকিব খেলেছেন ৫ বল। কলকাতার ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেন ৩ রান। বাঁহাতি স্পিনে প্রথম স্পেলে করেছেন ৩ ওভার। প্রথম ওভারে ১ রানে ১ উইকেট। দ্বিতীয় ওভারে দিয়েছেন ১২ এবং তৃতীয় ওভারে ১০ রান দিয়ে উইকেট পাননি। বোলিং কোটার শেষ ওভারেও খরুচে ছিলেন সাকিব। দিয়েছেন ১১ রান। আইপিএলে সাকিবের প্রত্যাবর্তনটা দুর্দান্ত হতে গিয়েও হয়নি। বল হাতে শুরুটা দারুণ করলেও পরের ৩ ওভারে খেই হারিয়েছেন। আইপিএলে ফেরার ম্যাচে ৪ ওভারের স্পেলে ৩৪ রানে সাকিবের শিকার ১ উইকেট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর