× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যানইউকে আগে গোল দিলেই বিপদ!

খেলা

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২১, সোমবার

ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থকরা ডাকেন ‘কামব্যাক কিং’ নামে। আক্ষরিক অর্থেই রেড ডেভিলরা ঘুরে দাঁড়ানোর রাজা। ইংলিশ প্রিমিয়ার লীগে চলতি মৌসুমে প্রথমে গোল হজম করেও ম্যানইউ জিতেছে ৯ ম্যাচ। প্রত্যাবর্তনকে অভ্যাস বানিয়ে ফেলা ইউনাইটেড আবারো জয় তুলে নিয়েছে ঘুরে দাঁড়িয়ে। রোববার রাতে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছে ওলে গানার সুলশারের দল। প্রতিপক্ষের মাঠে টানা ২৩ ম্যাচে অপরাজিত থাকলো ম্যানইউ। ইংলিশ শীর্ষ ফুটবলে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজেয় থাকার কৃতিত্ব আর্সেনালের। ২০০৩ সালের এপ্রিল থেকে পরের বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৭ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত ছিল গানাররা।

চলমান মৌসুমে ম্যানইউকে সবচেয়ে বড় হারের স্বাদ দিয়েছিল টটেনহ্যাম।
গত বছরের অক্টোবরে ম্যানইউকে তাদেরই মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল হোসে মরিনহোর দল। স্পার্স স্টেডিয়ামে প্রথমার্ধে বিবর্ণ ছিল ইউনাইটেড। বিরতির আগে টটেনহ্যামের গোলমুখে নেয়া একমাত্র শটটিও ছিল লক্ষ্যভ্রষ্ট। ৪০তম মিনিটে সন হিউং-মিনের গোলে লিড নেয় টটেনহ্যাম। তার আগে ৩৩তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন এডিনসন কাভানি। আক্রমণের শুরুতে সনের মুখে স্কট ম্যাকটমিনে আঘাত করায় ভিএআরের সহায়তায় ফাউল দেন রেফারি। বাতিল হয়ে যায় গোল। ৫৭ মিনিটে ফ্রেডের গোলে সমতায় ফেরে ম্যানইউ। ৭৯ মিনিটে দর্শনীয় গোলে এগিয়ে দেন কাভানি। ম্যাসন গ্রিনউডের ক্রসে ডাইভিং হেডে ঠিকানা খুঁজে নেন উরুগুইয়ান ফরোয়ার্ড। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পল পগবার অ্যাসিস্টে স্কোরলাইন ৩-১ করেন গ্রিনউড।

টানা চতুর্থ জয় তুলে নেয়া ম্যানইউ ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দুইয়ে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর