× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘অর্থের জন্যই ক্রিকেটারদের আইপিএলপ্রীতি’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার

ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে খরুচে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। সে কারণে ক্রিকেটারদের কাছে আইপিএলের গ্রহণযোগ্যতা বেশি। বড় অঙ্কের অর্থপ্রাপ্তির জন্য লীগটিতে খেলতে মুখিয়ে থাকেন সব দেশের খেলোয়াড়রা। পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ মনে করেন, আইপিএলে প্রচুর টাকা উপার্জনের হাতছানি এড়ানো ক্রিকেটারদের জন্য প্রায় অসম্ভব। যার কারণে কোনো খেলোয়াড়কে আইপিএলে খেলতে বাধা দিতে পারে না তাদের নিজ দেশের ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের আইপিএলপ্রীতি নতুন নয়। প্রয়োজনে জাতীয় দল ফেলে খেলতে চলে যান সেখানে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও কাগিসো রাবাদা পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ রেখেই ভারতে পাড়ি জমিয়েছেন।
বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না পাকিস্তানের সাবেক তারকারা। ক’দিন আগে শহীদ আফ্রিদি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার আকিব জাভেদ আইপিএলে অর্থের ছড়াছড়িকে দায় দিলেন এমন অবস্থার জন্য। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে আকিব বলেন, ‘আইপিএল খুবই শুক্তিশালী, যেমনটা বিসিসিআই। কোনো দেশের ক্রিকেট বোর্ড যদি তাদের খেলোয়াড়দের আইপিএলে যেতে না দেয়, তাহলে সেসব তাদের অনেক বেশি অর্থ ক্ষতিপূরণ দিতে হয়। যা অনেক কঠিন একটি বিষয়।’
আকিব বলেন, ‘খেলোয়াড়রা এক-দেড় মাসের আইপিএল খেলে প্রায় ১৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ কোট টাকার বেশি) আয় করে। যা কি না তাদের জাতীয় দলের হয়ে পুরো বছরের আয়ের দ্বিগুণ। এছাড়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অভ্যন্তরীণ অনেক কারণেও ঝামেলায় পড়ছে।’
এসময় পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদি ও যশপ্রীত বুমরার মধ্যে তুলনাও টেনেছেন আকিব জাভেদ। তিনি মনে করেন, শাহীন আফ্রিদিকে ভালো করে পরিচর্যা করা উচিত পাকিস্তানের। তিনি বলেন, ‘বুমরাহ খুব ভালো বোলার। সে প্রায় সবকিছুই পারে। ডেথ ওভারের বোলিংয়ে সে এই মুহূর্তে শাহীন আফ্রিদির চেয়ে ভালো। তবে নতুন বলে শাহীন তার চেয়ে এগিয়ে। শাহীনকে সব ম্যাচে খেলানো তার প্রতি অবিচার। তাকে ঠিকমতো পরিচর্যা করা উচিত পাকিস্তান ম্যানেজমেন্টের। কম গুরুত্বপূর্ণ ম্যাচে শাহীনকে বিশ্রাম দেয়া উচিত।’ আকিব জাভেদ পাকিস্তানের হয়ে ২২ ওয়ানডে এবং ১৬৩ অডিআই খেলে যথাক্রমে ৫৪ ও ১৮২ উইকেট নেন।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর