× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

রোজা হলো সকল ইবাদতের রুহ

খোশ আমদেদ মাহে রমজান

মাওলানা এম এ করিম ইবনে মছব্বির
১৬ এপ্রিল ২০২১, শুক্রবার

আজ তৃতীয় রমজান। কোনো সুস্থ ব্যক্তির রোজা ভঙ্গ করা যাবে না। শুধু মাযুর অসুস্থ হলে অথবা মুসাফির হালতে রোজা ভঙ্গ করা যাবে। পবিত্র রমজান মাসের একটি ফরজ রোজা সারা জীবন রোজা রাখলেও তার সমকক্ষ হবে না। মাহে রমজানের রোজা মানুষকে সুস্থ রাখতে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে। হ্যাঁ করোনাভাইরাসে আক্রান্ত হলে অথবা কঠিন রোগে অসুস্থ হলে রোজা ভঙ্গ করা যেতে পারে, নতুবা নয়। মহান আল্লাহর সকল ফরজ বিধানসমূহ কৈফিয়ত তলবের অপেক্ষা করে না। যেমন আল্লাহর পক্ষ থেকে মানুষের মৃত্যুর সময় অবধারিত হলে একটু সময়ও কালবিলম্ব করে না, ঠিক তদ্রƒপ আল্লাহর ফরজ বিধানসমূহ ওজর ব্যতীত তরক করা যাবে না।
একমাত্র মহান আল্লাহর সকল ফরজ বিধানসমূহ ডাইরেক্ট আল্লাহর অর্ডার। ইসলামের পাঁচটি বুনিয়াদি পিলারের মধ্যে মাহে রমজান হলো অন্যতম একটি পিলার। পাঁচটি পিলারের মধ্যেখানের পিলারটি রমজান। কালেমা, নামাজ, এরপর রোজা হলো মাঝখানের পিলার অতঃপর হজ এবং যাকাত। ইসলামের মধ্যবর্তী পিলার হলো মাহে রমজানের রোজা। ইসলামের বুনিয়াদি পাঁচটি পিলারের রুহ বা প্রাণ। সুতরাং মাহে রমজানের রোজা হলো সকল ইবাদতের রুহ বা জান।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর