× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

নিলামে তোলা হচ্ছে মেসির রেকর্ডগড়া ‘জুতা’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২১, শুক্রবার

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৪ গোল করার রেকর্ড লিওনেল মেসির দখলে। রিয়াল ভায়োদলিদের বিপক্ষে গোল করে অনন্য এই নজির গড়েন আর্জেন্টাইন সুপারস্টার। সেই ম্যাচে মেসির  পরিহিত বুটজোড়া নিলামে তোলা হচ্ছে। যার পুরো অর্থই বার্সেলোনার অসুস্থ শিশুদের চিকিৎসায় খরচ করা হবে।
প্রথমত মেসির বুটজোড়া বার্সেলোনার একটি চ্যারিটি সংস্থা মিউসিয়া ন্যাশিওনাল ডি’আর্ট ডে কাতালুনিয়াকে (এমএনএসি) দেয়া হয়। চ্যারিটি সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে বুটজোড়া নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ বার্সেলোনার ভ্যাল হেব্রন ইউনিভার্সিটি হাসপাতালকে দান করা হবে। যারা অসুস্থ শিশুদের নিয়ে কাজ করে।
এমন মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাসা প্রকাশ করেছেন মেসি।
তিনি বলেন, ‘একই ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৪ গোল করার রেকর্ড গড়া আমাকে আনন্দিত করেছিল। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অসুস্থ শিশুদের নিয়ে কাজ করতে পারছি। আশা করছি এই নিলামটি তাদের দুর্দান্ত উদ্যোগকে আরো বেগবান করবে। আমি এই কাজের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যেটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
মেসির ব্যবহৃত অ্যাডিডাসের বুটজোড়ায় রয়েছে মেসির স্বাক্ষর। এছাড়াও রয়েছে বান্ধবী অ্যান্তোনেলো রোকোজ্জু ও তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোর নাম। সঙ্গে সন্তানদের জন্ম তারিখও লেখা রয়েছে।’
নিলামকারী সংস্থার দাবি, মেসির জুতা জোড়া ৫৮-৯০ হাজার ইউরো বিক্রি করা যাবে, যা বাংলাদেশি মুদ্রায় ৫৮-৯০ লক্ষাধিক টাকা ।
প্রসঙ্গত, গত বছরের ২২ই ডিসেম্বর স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়েন মেসি। সেই ম্যাচে ৬৫তম মিনিটে পেড্রির ব্যাকহিল ধরে বাঁ পায়ের গোলকিপারকে পরাস্ত করে ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে সিংহাসনচ্যুত করে রেকর্ডটি করেন মেসি।
ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ১৯ বছরে ৬৪৩টি গোল করেছিলেন পেলে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর