× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নেপালে খেলার জন্য মুখিয়ে আছেন সাবিনা-কৃষ্ণা

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ এপ্রিল ২০২১, রবিবার

২০১৯ সালের মার্চে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের।  দীর্ঘ সময় আন্তর্জাতিক  ম্যাচ না খেলায় ফিফা র‌্যাঙ্কিংয়ে ছিল না সাবিনা-কৃষ্ণারা। শুক্রবার ফিফা মেয়েদের ফুটবলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের নাম রয়েছে ১৩৭ নম্বরে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ফেরার পাশাপাশি দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের মেয়েদের। আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই তিন মাসের যে কোনো সময় অল নেপাল ফুটবল এসোসিয়েশন আয়োজন করবে মেয়েদের তিনজাতি টুর্নামেন্ট। যে টুর্নামেন্টে খেলবে গত মাসে ছেলেদের টুর্নামেন্ট খেলা নেপাল, বাংলাদেশ ও কিরগিজস্তান। ফিফা র‌্যাঙ্কিংয়ে ফেরা এবং আবার আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনার কথা শুনে বেজায় খুশি জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।
বসুন্ধরা কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন কৃষ্ণা। করোনা ভাইরাসের কারণে লীগ স্থগিত হওয়ার আগ পর্যন্ত দুই ম্যাচে সাত গোল করেছেন জাতীয় দলের এই ফুটবলার।
সবশেষ লীগে ১২ ম্যাচে ৩৫ গোল করা সাবিনা খাতুন এবার দুই ম্যাচে করেছেন মাত্র দুই গোল। তবে এসব ছাপিয়ে তারা মুখিয়ে আছেন আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার। এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘অনেক দিন আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয় না। ফেডারেশন চেষ্টা করেছিল ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করে আমাদের মাঠে নামাতে। অনেক দেশকে আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু করোনার কারণে কোনো দেশ রাজি না হওয়ায় খেলা হয়নি। এখন সেপ্টেম্বরের দিকে যদি নেপালের টুর্নামেন্ট হয় এবং আমরা খেলি, সেটা অবশ্যই খুশির খবর। খেললে র‌্যাঙ্কিং বাড়বে। তবে র‌্যাঙ্কিংয়ের চেয়েও বড় কথা খেলাটা। আমরা খেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। কৃষ্ণা বলেন আমরা কিন্তু সারা বছর প্রাকটিসের মধ্যেই থাকি। কিন্তু ম্যাচ খেলার খুব একটা সুযোগ পাইনা। ম্যাচ খেলার অভিজ্ঞতা কম থাকায় আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে সুবিধা করতে পারি না। তাই নেপালের টুর্নামেন্ট হবে আমাদের অভিজ্ঞতা অর্জনের মঞ্চ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর