× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

এফএ কাপের ফাইনালে চেলসি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, রবিবার

এফএ কাপের সেমি ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে চেলসি। শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যান সিটির বিপক্ষে ১-০ গোলের জয়ে ফাইনালে পৌঁছায় টমাস টুখেলের শিষ্যরা। জয়সূচক একমাত্র গোলটি করেন হাকিম জিয়াশ।

ম্যাচের শুরুতেই গোল পায় চেলসি। ষষ্ঠ মিনিটে টিমো ভেরনারের পাসে বাঁ পায়ের শটে জিয়াশ বল জালে জড়ান। তবে অফসাইডের ফাঁদে পড়ে গোলটি বাদ পড়ে। পাঁচ মিনিটের ব্যবধানে প্রথম সুযোগ পায় ম্যান সিটি। কেভিন ডি ব্রুইনার পাসে সোজাসুজি শট নেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের শট সহজেই প্রতিহত করেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

১৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায়।
তবে ডান দিক থেকে রিস জেমসের ক্রসে লক্ষ্যভ্রষ্ট ভলি নেন বেন চিলওয়েল।

বিরতি থেকে ফিরে এগিয়ে যায় চেলসি। ৫৫তম মিনিটে বাঁ দিক থেকে ম্যাসন মাউন্টের পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন ভেরনার। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে বল ছেড়ে দেন হাকিম জিয়াশের কাছে। বাঁ পায়ের শটে সহজেই ফাঁকা জালে বল পাঠান মরক্কোর এই মিডফিল্ডার।

পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করার সুযোগ পান জিয়াশ। সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস বল ক্লেয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান তিনি। তবে গোলরক্ষক জ্যাক স্টিভেনকে একা পেয়েও গোল করতে পারেননি জিয়াশ। এগিয়ে এসে বল ঠেকিয়ে দেন স্টিভেন।

৮৪ মিনিটে ম্যাচ সমতায় ফেরাতে পারতেন জেসুস। কিন্তু জোয়াও কানসেলোর ক্রস ডি-বক্সে পেয়ে শট নিতে পারেননি তিনি।

ইনজুরি টাইমে বল জালে পাঠান চেলসির ক্রিস্টিয়ান পুলিসিক। তবে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললে ব্যবধান দ্বিগুণ হয়নি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর