× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ছবরের খিলাপ যেন না হয়

খোশ আমদেদ মাহে রমজান

মাওলানা এমএ করিম ইবনে মছব্বির
১৯ এপ্রিল ২০২১, সোমবার

আজ ষষ্ঠ রমজান। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময়ে স্মরণ করিয়ে দিতে চাই যে, হযরত আইয়ুব (আঃ), মহান আল্লাহ্‌র ওপর ভরসা করে যে ধৈর্য্য ধারণ করেছিলেন। হযরত আইয়ুব (আঃ), পার্থিব ধন-দৌলত ও সহায়-সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে এমন এক শারীরিক ব্যাধিতে আক্রান্ত হন যে, কেউ তাঁর নিকট আসতে সাহস 
করতো না। তিনি লোকালয়ের বাইরে এক আবর্জনাময় স্থানে দীর্ঘ সাত বছরেরও বেশি সময় পড়ে থাকেন। কোনো সময় হা-হুতাশ অস্থিরতা ও অভিযোগের কোনো বাক্যও মুখে উচ্চারণ করেননি। তাঁর বিবি আরজ করলেন যে, আপনার কষ্ট তো বেড়ে গেছে। এই কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহ্‌র নিকট দোয়া করুন। হযরত আইয়ুব আ:, উওর দিলেন আমি সত্তর বছর সুস্থ ও নিরোগ অবস্থায় মহান আল্লাহ্‌র অসংখ্য অগণিত নিয়ামত ও দৌলতের মধ্যে দিনাতিপাত করেছি।
এর বিপরীতে বিপদের সাত বছর অতিবাহিত করা কঠিন হবে কেন? আল্লাহ্‌র নবী হয়েও দৃঢ়তা সহিষ্ণুতা ও ছবরের ফলে তিনি দোয়া করার সাহস করতেন না। যে কোথাও ছবরের খিলাফ না হয়ে যায়। অথচ আল্লাহ্‌র কাছে দোয়া করা এবং নিজের অভাব কষ্টের কথা বেছবরের অন্তর্ভুক্ত নয়। অবশেষে এমন একটি কারণ ঘটে গেল যা তাঁকে দোয়া করতে বাধ্য করলো। মহান আল্লাহ্‌ পাক তাঁর ছবরের উপর পবিত্র আল-কোরআনে ঘোষণা করেন যে- ইন্না ওয়াজাদনা ছাবিরা। অর্থাৎ আমি তাঁকে ছবরকারী হিসেবে পেয়েছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর